shono
Advertisement

Breaking News

IPL 2025

অনুশীলনে পাওয়ার হিটিং বৈভবের, কোটিপতি তেরোর তুর্কি জায়গা পাবে প্রথম একাদশে?

অধিনায়ক সঞ্জু বলছেন, বৈভবকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে।
Published By: Prasenjit DuttaPosted: 07:20 PM Mar 17, 2025Updated: 02:29 PM Mar 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছর বয়সেই কোটি টাকার মুখ দেখেছে এই কিশোর। আইপিএলের (IPL 2025) নিলামে ১.১০ কোটি টাকায় বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) কিনে নেয় রাজস্থান রয়্যালস। বিহারের তাজপুর গ্রামের এই ক্রিকেটার ছোটবেলা থেকেই বড় স্বপ্ন দেখত। ছেলের স্বপ্নকে সার্থক করতে তার বাবা জমি পর্যন্ত বেচে দিয়েছিলেন। তার কাছে যে আসন্ন আইপিএল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন সে রাহুল দ্রাবিড়ের সামনে কঠোর অনুশীলনে মগ্ন। সেই প্র্যাকটিস সেশনের একটি ভিডিও রীতিমতো ভাইরাল। রাজস্থান রয়্যালসের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে যা পোস্ট করা হয়েছে। সেখানে তাকে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায়। নেটাগরিকরা যা দেখে মুগ্ধ। অনুশীলনে বৈভবের বিরাট সব শট দেখে তার সতীর্থ ক্রিকেটাররাও রীতিমতো অবাক। সতীর্থদের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে, এই আইপিএলে 'স্পেশাল' কিছু ঘটতে চলেছে।

Advertisement

এই প্রসঙ্গে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন আইপিএল সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, “বৈভবকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে। রাজস্থান রয়্যালস অ্যাকাডেমিতে ছক্কাগুলো তো মাঠের বাইরে পড়ছিল। ওর পাওয়ার হিটিং নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ও খুব জোরে বল মারতে পারে। বৈভব খুবই প্রতিভাবান। তবে ওর বয়সের কথা আমাদের মাথায় রাখতে হবে।''

 

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬২ বলে ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলে প্রচারের আলোয় চলে আসে বৈভব। যুব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরানের রেকর্ড তার নামের পাশেই জ্বলজ্বল করছে। অল্পবয়সি বৈভব বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও অংশ নিয়েছে। ২০২৪-এর বিজয় হাজারে ট্রফিতে ৪২ বলে ৭১ রান করে লিস্ট-এ ক্রিকেটে সবচেয়ে কম বলে অর্ধশতক করার রেকর্ড গড়ে বৈভব।

একটি ট্রায়ালের পর রাজস্থান রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বৈভব। ট্রায়ালে চাপের মুখে তার তিনটি ছক্কা দলের কোচিং স্টাফদের মুগ্ধ করেছিল। এখন দেখার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন-সহ ভিড়ে ঠাসা অভিজ্ঞ মিডল-অর্ডার সমৃদ্ধ প্রথম একাদশে জায়গা পায় কিনা বৈভব। প্রথম দিকের ম্যাচগুলিতে তার খেলার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। যদিও রাজস্থান রয়্যালস স্পষ্ট করে দিয়েছে, তারা তাকে ভবিষ্যতের তারকা হিসেবে গড়ে তুলতে চায়।

বৈভবের কথায়, "আইপিএলে সুযোগ পাওয়ায় আমি সত্যিই খুশি। রাহুল দ্রাবিড় স্যরের অধীনে খেলতে পারব ভেবে দারুণ লাগছে। আইপিএলে সুযোগ পাওয়ার চেয়েও বড় বিষয় হল আমি তাঁর তত্ত্বাবধানে খেলতে পারব। আইপিএলের জন্য আমার আলাদা কোনও পরিকল্পনা নেই। আমি যেভাবে খেলি সেভাবেই খেলব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১.১০ কোটি টাকায় এহেন বৈভবকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।
  • অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলে প্রচারের আলোয় চলে আসে বৈভব।
  • অনুশীলনে বৈভবের বিরাট সব শট দেখে তার সতীর্থ ক্রিকেটাররাও অবাক।
Advertisement