সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পাট চুকিয়ে এবার পাকাপাকিভাবে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বিরাট কোহলি! তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চমকপ্রদ তথ্য ফাঁস করলেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, খুব তাড়াতাড়িই ভারত থেকে পাততাড়ি গোটাতে চলেছেন বিরাটরা।
ছেলে অকায় জন্মানোর পর থেকে বিদেশেই অধিকাংশ সময় কাটান অনুষ্কা শর্মা। ক্রিকেটে বিরতি থাকলে লন্ডনে চলে যান বিরাটও। ইতিমধ্যেই জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়ে গিয়েছে বিরাটপুত্র। তাছাড়াও লন্ডনে একাধিকবার দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। মাঝে মাঝেই সন্তানদের নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ান তাঁরা। বিলেতের ইস্কনের মন্দিরে বিরাট ও অনুষ্কাকে কীর্তন শুনতেও দেখা যায়। তখন থেকেই জল্পনা ছড়াতে থাকে, তাঁরা নাকি আর এদেশে ফিরবেন না। বাক্স-প্যাঁটরা গুছিয়ে একেবারে নাকি বিদেশেই থাকবেন।
সেই রটনায় সিলমোহর দিয়ে দিলেন বিরাটের ছোটবেলার কোচ। সর্বভারতীয় সংবাদপত্র দৈনিক জাগরণকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলে, "বিরাট ওর স্ত্রী আর সন্তানদের নিয়ে লন্ডনে চলে যাওয়ার কথা ভাবছে। খুব তাড়াতাড়িই ওখানে গিয়ে সংসার পাতবে।" তবে বিরাট এখনই অবসরের কথা ভাবছেন না বলেই মত রাজকুমারের। তিনি বলছেন, আরও পাঁচ বছর অন্তত দেশের জার্সিতে খেলতে পারেন কিং কোহলি।
উল্লেখ্য, পরিবার এবং সন্তানদের গোপনীয়তা নিয়ে বরাবরই খুব সচেতন বিরাট কোহলি। সবসময় সাংবাদিকদের তিনি অনুরোধ করেন সন্তানদের ছবি না তুলতে। কন্যা ভামিকা এবং পুত্র অকায়কে প্রচারের আলো থেকে একেবারে দূরে রাখতে চান সবসময়। নিজেরাও সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন না বিরুষ্কা। অনেকেই মনে করেন, লন্ডনে পাকাপাকিভাবে চলে গেলে সর্বক্ষণ প্রচারের আলো থেকে রেহাই পাবে ছোট্ট ভামিকা-অকায়। তাদের কথা ভেবেই হয়তো ইংল্যান্ডের নাগরিকত্ব নিতে পারেন বিরুষ্কা। তারকা ক্রিকেটার নিজেও জানিয়েছিলেন, অবসরের পরে লোকচক্ষুর অন্তরালেই থাকতে চান তিনি।