সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে শেষ উইকেটে এসে কোনওক্রমে বাঁচল ফলো অনের লজ্জা। তাতেই একেবারে সেলিব্রেশনের মেজাজ ভারতের ড্রেসিংরুমে। অধিনায়ক রোহিত শর্মা থেকে কোচ গৌতম গম্ভীর-উচ্ছ্বাসে মাতোয়ারা হলেন সকলেই। লাফিয়ে উঠে হাই ফাইভ করতে দেখা গেল বিরাট কোহলিকেও। ভারতীয় ড্রেসিংরুমে এমন উল্লাস দেখে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, এখন কি তাহলে ফলো অন বাঁচালেও এভাবে উচ্ছ্বাস দেখাতে হবে?
চতুর্থ দিনে (BGT 2024-25) গাব্বায় ভারতের মাথার উপর চেপে বসেছিল ফলো অনের আতঙ্ক। প্রয়োজনীয় রান তোলার আগেই আউট হয়ে যান ৯ জন ভারতীয় ব্যাটার। কিন্তু শেষ উইকেটে দাঁতে দাঁত চাপা লড়াই শুরু করেন সহঅধিনায়ক জশপ্রীত বুমরাহ এবং আকাশ দীপ। ৩৯ রানের জুটি তৈরি হয় দশম উইকেটে। শেষ পর্যন্ত প্যাট কামিন্সের বলে চার মেরে ফলো অন বাঁচান বঙ্গ পেসার আকাশ। ভারত পৌঁছে যায় ২৪৬ রানে।
আকাশের ব্যাট থেকে বাউন্ডারি আসতেই নিজের চেয়ার থেকে লাফিয়ে ওঠেন গম্ভীর। পাশে দাঁড়িয়ে থাকা বিরাটের সঙ্গে হাই ফাইভ করেন। মাঝে বসে থাকা রোহিতকেও দেখা যায় হাততালি দিতে। ফলো অন বাঁচিয়ে ফেলার আনন্দে সকলের মুখেই তখন চওড়া হাসি। গাব্বা টেস্টের চতুর্থ দিন শেষ হয়ে গেলেও অলআউট হয়নি ভারত। চতুর্থ দিনে খারাপ আলোর জন্য ম্যাচ শেষ হয়ে যাওয়ার সময় ভারতের রান ৯ উইকেট হারিয়ে ২৫২। পঞ্চম দিন সকালেও ব্যাট করতে নামবেন বুমরাহ-আকাশ।
ভারতীয় ড্রেসিংরুমে এমন উল্লাসের ভিডিও ভাইরাল হয়েছে। তার পরেই নেটিজেনদের খোঁচা, ভারতীয় ক্রিকেটে কি আবার সেই পিছিয়ে পড়া সময় ফিরে এল যে ফলো অন বাঁচিয়ে উল্লাস করতে হবে? আবার কারোওর প্রশ্ন, রোহিত-গম্ভীরদের কি সামান্য লজ্জা নেই? অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, গত দুবার অস্ট্রেলিয়া থেকে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে ফিরেছিল ভারত। কিন্তু রোহিত-গম্ভীর জমানায় এতটাই অধঃপতন হয়েছে যে ফলো অন নিয়ে উৎসব করতে হচ্ছে।