shono
Advertisement
R Ashwin

'ওকে আর কেউ কিনবেই না!' তারকা স্পিনারকে তোপ শেহওয়াগের

ফর্মে ফিরতে কী করা উচিত? সেটাও জানিয়ে দিচ্ছেন প্রাক্তন ভারতীয় তারকা।
Posted: 04:27 PM Apr 29, 2024Updated: 04:27 PM Apr 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলে একেবারে উপরে রয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালরা ব্যাটে দুরন্ত পারফরম্যান্স করছেন। অন্যদিকে যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টদের বোলিং আক্রমণ সামলাতে হিমসিম খাচ্ছেন বিপক্ষের ব্যাটাররা। সেই তুলনায় কিছুটা অফ ফর্মে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে রীতিমত চিন্তিত প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।

Advertisement

রাজস্থান দলের হয়ে ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন চাহাল। পার্পল ক্যাপের দৌড়েও আছেন তিনি। সেখানে ৮ ম্যাচে অশ্বিন পেয়েছেন মাত্র ২ উইকেট। আবেশ খান, কুলদীপ সেন, নান্দ্রে বার্গাররা বেশি উইকেট পেয়েছেন রাজস্থানের হয়ে। কয়েকটি ম্যাচে ভারতীয় স্পিনারকে আগে ব্যাট করতে পাঠানো হয়েছিল। সেখানেও সফল হতে পারেননি অশ্বিন। সব মিলিয়ে চলতি আইপিএল তাঁর কাছে দুশ্চিন্তার হয়ে উঠছে।

অশ্বিনের দুরবস্থা নিয়ে সমালোচনা করার সুযোগ ছাড়েননি শেহওয়াগ। তিনি বলেন, "কুলদীপ যাদব, চাহালরা উইকেট পাচ্ছে। কিন্তু অশ্বিন ভাবছে অফ স্পিন করলে মার খাব, তাই শুধু ক্যারম বল করব। ও অফ স্পিন বা দুসরা করলে উইকেট পেত। যদি ওর পরিসংখ্যান ভালো না হয়, তাহলে হয়তো পরের বছর ওকে নিলামে কেউ কিনতে চাইবে না।"

আইপিএলে ব্যাটারদের শাসন নিয়েও মন্তব্য করেছিলেন অশ্বিন। বোলারদের জন্য উইকেট পাওয়া কঠিন হয়ে উঠছে বলেই তাঁর মত। সেই প্রসঙ্গে শেহওয়াগ বলেন, "এটা ওর নিজস্ব মানসিকতা। হয়তো ওর দল থেকেও বলেছে রান আটকাতে। কিন্তু সব টিমই চায় বোলাররা উইকেট তুলুক। এভাবে চললে অশ্বিন ভবিষ্যতে কোনও দলই পাবে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলের টেবিলে একেবারে উপরে রয়েছে রাজস্থান রয়্যালস।
  • যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টদের বোলিং আক্রমণ সামলাতে হিমসিম খাচ্ছেন বিপক্ষের ব্যাটাররা।
  • আইপিএলে তাঁর ভবিষ্যৎ নিয়ে রীতিমত চিন্তিত প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র শেহওয়াগ।
Advertisement