shono
Advertisement

ফের ইউরো-সেরার শিরোপা পেলেন রোনাল্ডো

রিয়াল মাদ্রিদের হয়ে পরপর কয়েকটি মরশুম অসাধারণ খেলেছেন পর্তুগিজ তারকা৷
Posted: 10:33 PM Aug 26, 2016Updated: 05:03 PM Aug 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোনাল্ডোর মুকুটে আরও একটি পালক সংযোজিত হতে পারে, আগেই আন্দাজ করেছিলেন ফুটবলপ্রেমীরা৷ এর আগেও একবার ইউরোপ-সেরা হয়েছেন তিনি৷ এবার হলেন তাঁর রিয়াল মাদ্রিদ দলের সতীর্থ গ্যারেথ বেল ও অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্টনিও গ্রিজম্যানকে পিছনে ফেলে৷ খেতাব পেয়ে ৩১ বছর বয়সি তারকা ফুটবলার বলেন, “দারুণ লাগছে! একটা খুব ভাল মরশুম কাটিয়েছি৷ তবে, আমার সঙ্গে যাদের নাম উঠেছিল, এই সম্মান ওরাও পেতে পারত৷”

Advertisement

রিয়াল মাদ্রিদের হয়ে পরপর কয়েকটি মরশুম অসাধারণ খেলেছেন পর্তুগিজ তারকা৷ তবে, ২০১৬ বিশেষ করে ভাল কেটেছে রোনাল্ডোর৷ ক্লাবের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ৷ আর দেশের জার্সি গায়ে গর্তুগালকে করেছেন ইউরোপ-সেরা৷ এরপর রোনাল্ডোর নাম যে বর্ষসেরা ফুটবলার হিসাবে বেছে নেওয়া হল, তাতে আশ্চর্যের কিছু নেই৷

রোনাল্ডোর ক্লাব রিয়াল মাদ্রিদ এবার নিয়ে মোট ১১ বার ইউরোপের সেরা ক্লাব হয়েছে৷ এবারের ফাইনালে তারা হারিয়েছিল মাদ্রিদেরই আর এক নামী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে৷ সেই ম্যাচে শেষ পেনাল্টি শটটি নিয়েছিলেন রোনাল্ডো৷ প্রবল চাপ নিয়েও ঠান্ডা মাথায় বিপক্ষের জালে বল জড়িয়ে দেন তিনি৷

ইউরো ২০১৬-তেও প্রায় একা হাতে পর্তুগালকে চ্যাম্পিয়ন করেছিলেন সিআর সেভেন৷ বারবার বিতর্কে জড়িয়ে যায় তাঁর নাম৷ কিন্তু মাঠে নেমে তিনি একাই একশো৷ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোনাল্ডো তাঁর দলকে ফাইনালে তুলে নিয়ে যাওয়ার পথে তিনটি গোল করেছিলেন৷ আর সেই সঙ্গেই এই টুর্নামেন্টে সর্বাধিক ন’টি গোল করা মিশেল প্লাতিনিকে ছুঁয়ে ফেলেন রিয়াল স্ট্রাইকার৷ তবে, ইউরো ২০১৬-এর ফাইনালে অবশ্য চোটের জন্য প্রায় শুরুতেই মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে৷ কিন্তু তাতেও দমিয়ে রাখা যায়নি রোনাল্ডোর সতীর্থদের৷ ইউরোপের ৫৫টি দেশের সাংবাদিকদের ভোটে রোনাল্ডো বর্ষসেরা ফুটবলার৷ নরওয়ের স্ট্রাইকার আদা হেগারবার্গ মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন৷ ফরাসি লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তাঁর ক্লাব লিঁও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement