সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি লিগে ১৩ ম্যাচে ১৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা পর্তুগালের (Portugal) মহাতারকা। এর পাশাপাশি ৭ টি অ্যাসিস্ট করে সর্বোচ্চ অ্যাসিস্টও করেছেন তিনি। শুক্রবার আল আখদৌদের বিরুদ্ধে জোড়া গোল করেন আল নাসেরের (Al Nassr FC) সুপারস্টার।
যার মধ্যে একটি প্রায় ৪০ গজ থেকে চোখ ধাঁধানো লং রেঞ্জার। একইসঙ্গে ক্লাব ফুটবলে সর্বাধিক ৫২৭টি গোল করে বিশ্বরেকর্ড গড়লেন তারকা স্ট্রাইকার। ৩৮ পেরিয়েও থামতেই চাইছেন না রোনাল্ডো। ম্যাচের ৭৭ ও ৮০ মিনিটের মাথায় দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
[আরও পড়ুন: মারাকানায় মারমারি ইস্যুতে ফিফার তদন্ত শুরু, বড় শাস্তির মুখে ব্রাজিল-আর্জেন্টিনা]
ইতিমধ্যেই চলতি বছরে ৬১ টি গোল করে ফেলেছেন রোনাল্ডো। কাতার বিশ্বকাপের পরই চলতি মরশুমে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেন রোনাল্ডো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সিআর সেভেন এখনও পর্যন্ত আল নাসেরের জার্সিতে ৪২ ম্যাচ খেলে ৩৬ টি গোল করেছেন। চলতি সৌদি প্রো লিগে ১২ ম্যাচ খেলে মোট ১৪ গোল করেছেন রোনাল্ডো।
এর পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডো সবচেয়ে বেশি ম্যাচ জাতীয় দলের হয়ে খেলেছেন। তিনি পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ২০৩টি ম্যাচ খেলেছেন, যা রেকর্ড। তিনিই প্রথম ফুটবলার হিসাবে ক্লাব ও দেশ মিলিয়ে সর্বোচ্চ স্তরে ৮০০টি গোল করেছেন।