shono
Advertisement

ফের ফিফার বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গোটা বছরটাই যে গর্বের তা জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো৷ The post ফের ফিফার বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.
Posted: 08:34 AM Jan 10, 2017Updated: 06:04 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই নিয়ে চার বার৷ নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ঠিক আর একটা ধাপ পিছনে৷ আরও একবার ফিফার বিচারে বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷

Advertisement

ফুটবলের ঈশ্বর যেন এ বছরটায় তাঁকে ভরিয়ে দেবেন বলেই ভেবেছেন৷ যেমন ব্যক্তিগত জীবনে, তেমনই কেরিয়ারেও৷ খোদ রোনাল্ডোও মনে করছেন এমনটাই৷ চতুর্থবার ফিফার বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে তাই আবেগে গলা বুজে আসছিল পর্তুগিজ মহাতারকার৷ বিস্ময়ের অভিব্যক্তি আর ট্রফিতে প্রগাঢ় চুম্বনই যেন বুঝিয়ে দিচ্ছে এই জয় কতটা তৃপ্তির৷ তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল মেসি, গ্রিজম্যানের সঙ্গে৷ ফুটবল বিশ্বের সেই সব তারকাদের ঔজ্জ্বলে ম্লান করে দেওয়া যে আলাদা আনন্দের তাই যেন ধরা পড়ছিল তাঁর চোখে৷ এদিন অনুষ্ঠানে অবশ্য আসেননি মেসি৷ প্রতিবার রোনাল্ডোর হাতে ট্রফি ওঠার ক্ষেত্রে রানার্স আপ হয়েছেন মেসি৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ এই বছরে ব্যক্তিগতভাবে যেমন বেশ কয়েকটি ট্রফি জিতেলেন রোনাল্ডো, তেমনই ক্লাব ও দেশের হয়েও৷ সব মিলিয়ে গোটা বছরটাই যে গর্বের তা জানিয়ে দিলেন সিআর সেভেন৷

জিনেদিন জিদান এবং ফার্নান্দো স্যান্টোসকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা কোচ হয়ে গেলেন লেস্টার সিটির ম্যানেজার ক্লডিও রেনিরা৷ এছাড়া FIFPro বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছেন জার্মান গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার৷

আরও পড়ুন-

সোশ্যাল মিডিয়ায় এবার মৌলবাদীদের নিশানায় সানিয়া

মৃত্যুর হুমকি দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে

শাস্ত্রীর সর্বকালের সেরা নেতার তালিকায় নেই সৌরভ!

 

The post ফের ফিফার বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement