shono
Advertisement

সিনেমা দেখার সময় কাঁদেন? তাহলে এই বিষয়টি অবশ্যই জেনে রাখুন

জানুন বিজ্ঞানীরা কী বলছেন আপনার সম্পর্কে৷ The post সিনেমা দেখার সময় কাঁদেন? তাহলে এই বিষয়টি অবশ্যই জেনে রাখুন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Jan 26, 2017Updated: 12:02 PM Jan 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ দেখেছেন নিশ্চয়ই৷ কখনও শাহরুখ-কাজলের রোম্যান্টিক দৃশ্যে কেঁদে ফেলেছেন? ‘বেলাশেষে’র কাহিনি দেখে আবেগে ভেসে গাল বেয়ে পড়েছে নোনা জল? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এর জন্য কম ঝামেলা পোহাতে হয়নি বোধহয় আপনাকে৷ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সামনে বেশ কয়েক অপ্রস্তুত হতে হয়েছে৷ বেশ কয়েকবার হাসির রোল উঠেছে আপনার আবেগের এই অযাচিত বহিঃপ্রকাশ নিয়ে৷

Advertisement

পরকীয়ায় মজেছেন? তবে এই বিষয়গুলি কিন্তু জানতেই হবে

গুণি-জ্ঞনি ব্যক্তিরা বলে গিয়েছেন, ‘কুছ তো লোগ কহেঙ্গে…’৷ তাই নিজের আবেগের বহিঃপ্রকাশ নিয়ে অতটা বিব্রত হবেন না৷ বরং এটি খুশির বিষয়৷ পল জে. জাক নামে এক বিজ্ঞানী অন্তত এমনটাই বলছেন৷ তাঁর কথায়, যে ব্যক্তিদের মধ্যে সিনেমা দেখার সময় হাসি-কান্নার মত আবেগের বহিঃপ্রকাশ দেখা যায়৷ তাঁরা অনেক বেশি শক্ত মানসিকতার মানুষ হন৷ আর যাঁরা ভাবলেশহীনভাবে সিনেমা দেখেন তাঁরা মানসিকভাবে অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির হয়ে থাকেন৷ কারণ নিজেদের আবেগ তাঁরা প্রকাশ্যে আনতে চান না৷

নোকিয়ার পর বাজারে প্রত্যাবর্তন হচ্ছে ব্ল্যাকবেরিরও

সাইকোলজি টুডে নামে এক প্রতিবেদনে জাক লিখেছেন, সিনেমা-নাটকের মতো বিনোদনমূলক কিছু দেখলে মানুষের শরীরে অক্সিটোসিন লেভেল বেড়ে যায়৷ এর ফলে মানুষের আবেগ-অনুভূতিগুলি অনেক বেশি সক্রিয় হয়ে যায়৷ হাসির কোনও সিনেমা দেখলে তা শেষ হয়ে গেলেও মানুষের ঠোঁটের কোনে যেমন হাসি থেকে যায়, তেমনি দুঃখের সিনেমা মানুষের জীবনের না পাওয়ার বেদনাগুলিকে বেশি করে জাগিয়ে দেয়৷ আর যাঁরা বাইরে মুক্ত মনে এই আবেগগুলির বহিঃপ্রকাশ করতে পারেন৷ তাঁরা প্রকৃত পক্ষে ভাল মনের অধিকারী হন এবং ভাল থাকেন৷

The post সিনেমা দেখার সময় কাঁদেন? তাহলে এই বিষয়টি অবশ্যই জেনে রাখুন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement