shono
Advertisement

Breaking News

বড় ধাক্কা সিএসকে শিবিরে, আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ১৬ কোটির তারকা

কেন খেলবেন না তারকা ক্রিকেটার?
Posted: 06:02 PM Nov 23, 2023Updated: 06:05 PM Nov 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) বল গড়ানোর আগেই জোর ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে (CSK)। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন দল বৃহস্পতিবার জানিয়ে দিল, পরের বছরের মেগা ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। অতিরিক্ত খেলার ধকল ও ফিটনেসের কারণে আগামী আইপিএলে তিনি খেলবেন না বলে জানিয়েছেন স্টোকস।
সিএসকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খেলার ধকল এবং ফিটনেস সংক্রান্ত কারণের জন্যই ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক, অল রাউন্ডার বেন স্টোকস আইপিএল ২০২৪ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।” 

Advertisement

[আরও পড়ুন: সাংবাদিক বৈঠকে এসে অবাক সূর্য! হেসেও ফেললেন, কিন্তু কেন?]

সিএসকে শিবিরের তরফে আরও লেখা হয়েছে, ”৩২ বছর বয়সি স্টোকস গতবারের চ্যাম্পিয়ন দলের সদস্য। অবসর ভেঙে স্টোকস ফিরে এসেছিলেন বিশ্বকাপে।” তবে বেন স্টোকসের সিদ্ধান্তকে সমর্থন করেছে সিএসকে ম্যানেজমেন্ট। ১৬.২৫ কোটি টাকা দিয়ে স্টোকসকে নিয়েছিল সিএসকে। সেই তারকাই এবারের আইপিএলে নেই।

স্টোকসের অনুপস্থিতি প্রভাব ফেলতে পারে সিএসকে-র সাজঘরে। গেম চেঞ্জার হিসেবে বিখ্যাত স্টোকস। ইংল্যান্ডের তারকা নিজেকে সরিয়ে নেওয়ায় চেন্নাই সুপার কিংস শিবিরকে নতুন চিন্তাভাবনা করতে হবে। 

[আরও পড়ুন: ‘প্রথম ম্যাচের পরে আর সুযোগ পাব না ভাবিনি’, বিস্ফোরক অশ্বিন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement