সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দলিত যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে যুবকের মা’কে বিবস্ত্র করে হেনস্তার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, মৃত যুবকের বোন একটি যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগ প্রত্যাহার করতে একাধিকবার ওই দলিত যুবককে চাপ দিত অভিযুক্তরা। ইতিমধ্যেই এই খুনের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।
মধ্যপ্রদেশের এই ঘটনায় মৃতের নাম নীতীন আহিরওয়ার। ১৮ বছর বয়সি নীতীনের বোন ২০১৯ সালে একটি যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগ তুলে নিতে নীতীনের গোটা পরিবারকেই চাপ দিত অভিযুক্তরা। তবে গত কয়েকদিনে সেই চাপ আরও বেড়ে গিয়েছিল। তারপরেই বৃহস্পতিবার নীতীনের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় নীতীনকে।
[আরও পড়ুন: মুম্বইয়ের হোটেল বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন]
দুষ্কৃতীদের হাত থেকে ছেলেকে বাঁচাতে যান নীতীনের মা। কিন্তু জোর করে তাঁর কাপড় ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা। বিবস্ত্র করে হেনস্তা করা হয় নীতীনের মা’কে। থামাতে গেলে ধর্ষণের হুমকি দেওয়া হয় নীতীনের বোনকে। এছাড়াও তাঁদের বাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তরা। তাণ্ডব চালানোর পরে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। তারপরেই পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন নীতীনের বোন।
আপাতত এই ঘটনায় আটজনকে আটক করেছে মধ্যপ্রদেশ পুলিশ। তবে মূল অভিযুক্ত কোমল সিং এখনও পলাতক। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বেশ কয়েকটি অবিজেপি দলও ঘটনার তীব্র নিন্দা করেছেন। প্রসঙ্গত কয়েকদিন আগেই বিজেপিশাসিত মধ্যপ্রদেশে এক দলিত ব্যক্তির মুখে এক বিজেপি নেতা প্রস্রাব করছেন এমন ভিডিও ভাইরাল হয়েছিল। সেই মধ্যপ্রদেশেই ফের দলিত নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এল।