shono
Advertisement

Breaking News

দাড়িভিটে গুলিতে ছাত্রমৃত্যু: NIA তদন্তের নির্দেশ বিচারপতি মান্থার

পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের নির্দেশ।
Posted: 11:26 AM May 10, 2023Updated: 12:08 PM May 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তে NIA তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, বিস্ফোরণের অভিযোগ ছিল। তাই তদন্তভার দেওয়া হল এনআইএর হাতে। পাশাপাশি মৃতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে জানিয়ে দিয়েছে হাই কোর্ট।

Advertisement

২০১৮ সালের উত্তর দিনাজপুরের দাড়িভিট (Darivit) বিদ্যালয়ে বাংলা শিক্ষক নিয়োগের জটিলতা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিবেশ। অভিযোগ, অশান্তি থামাতে গুলি চালায় পুলিশ। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধের মাঝে পড়ে প্রাণ হারায় দুই ছাত্র – রাজেশ সরকার, তাপস বর্মন। এ নিয়ে সেসময় রাজ্য রাজনীতির জল গড়িয়েছিল বহুদূর। বাংলার বদলে ওই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগ নিয়ে মমতা সরকারকে কাঠগড়ায় তুলেছিল বিজেপি। বলা হচ্ছিল, বাংলা ভাষার অমর্যাদা করা হচ্ছে। রাজেশ সরকার, তাপর বর্মনকে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে, এই উপমাও দেওয়া হয়েছিল। সেই ঘটনায় তদন্ত চলছে এখনও।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে ফেরা হল না, ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত যুবক]

তবে সিআইডির তদন্ত সঠিক পথে এগোয়নি বলে আগেই পর্যবেক্ষণে জানিয়েছিল হাই কোর্ট।ঘটনার ৫ দিনের মাথায় তদন্তভার হাতে নেয় সিাইডি। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছিল, কোনও শক্তিশালী অস্ত্র থেকে গুলি ছোঁড়া হয়। তাতেই প্রাণ গিয়েছিল দুই ছাত্রর। অথচ কোন আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোঁড়া হয়েছিল তা এখনও শনাক্ত করতে পারেনি সিআইডি। এদিকে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছিল স্থানীয় বাসিন্দার। এদিনে মানবাধিকার কমিশনকে রিপোর্ট দিতে বলেছিলেন বিচারপতি মান্থা। সেই রিপোর্ট নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। এদিন সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। 

[আরও পড়ুন: অনুপস্থিত বিচারক, আরও পিছিয়ে গেল অমর্ত্য সেনের জমি মামলার শুনানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement