সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর ঠিক এই সময় উত্তাল হয়েছিল দার্জিলিং৷ পাহাড়ের চেনা ছবিটা পালটে গিয়েছিল সম্পূর্ণ রূপে৷ বন্ধ হয়েছিল পর্যটকদের যাতায়াত৷ গোর্খাল্যান্ডের দাবিতে শুরু হয়েছিল বনধ ও লাগাতার আন্দোলন৷ রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন পাহাড়বাসী৷ যে ঘটনায় মৃত্যু হয়েছিল ১৩ জনের৷ তবে সে সব এখন অতীত৷ দার্জিলিং এখন শান্ত৷ সেই পরিচিত পাহাড়ে ফের ভিড় জমাচ্ছেন পর্যটকরা৷ আর বছর ঘোরার সঙ্গে সঙ্গে পাহাড় এখন মজেছে বিশ্বকাপের আনন্দে৷ রাশিয়া বিশ্বকাপের জন্য অন্যভাবে সেজেছে রাজ্যের এই জনপ্রিয় পর্যটক কেন্দ্র৷ এখন যাঁরা দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা নিঃসন্দেহে সেখানে গিয়ে খুঁজে পাবেন এক টুকরো রাশিয়া৷
[রামকিঙ্করের ভাস্কর্য সংস্কারে ৮ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দ কেন্দ্রের]
১৫ জুন থেকে শুরু বিশ্বকাপ৷ কিন্তু তার আগেই ফুটবল জ্বরে ভুগছে শুরু করে দিয়েছেন বাঙালিরা৷ ভারত নেই তো কী হয়েছে! ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, জার্মানিই তো এই একটা মাস নিজের দেশ হয়ে ওঠে৷ সেই দলগুলোর জয়ের জন্যই তো গলা ফাটান ফুটবল পাগলরা৷ আর এভাবেই গোটা বিশ্ব এক সুতোয় জোড়া লেগে শেষমেশ জিতে যায় ফুটবলই৷ তাই ফুটবলের মরশুমকেই হাতিয়ার করে দার্জিলিংয়ে পর্যটক টানার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ যে উদ্যোগে শামিল বেসরকারি কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় নামী দুই স্কুলের পড়ুয়ারা৷ বিশ্বকাপের রঙে সাজিয়ে তোলা হচ্ছে দার্জিলিংয়ের জনপ্রিয় এলাকাগুলি৷ ম্যালের পথ দিয়ে এগিয়ে গেলে আশেপাশের দেওয়ালে চোখে পড়বে বিশ্বকাপের অংশ নেওয়া ৩২ টি দেশের পতাকার ছবি৷ দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুলের প্রেসিডেন্ট দেবেন গুরুং বলছেন, “এ অঞ্চলে ক্রিকেটের থেকে ফুটবলেই মানুষের আগ্রহ বেশি৷ তাই আমাদের উদ্দেশ্য দার্জিলিংকে বিশ্বকাপের শহরে পরিণত করা৷ সেই সঙ্গে পর্যটকদের বার্তা পৌঁছে দেওয়া যে দার্জিলিং এখন শান্ত এবং সুরক্ষিত৷”
[‘চোট’ পাওয়ার ভান গোলকিপারের, ম্যাচের মধ্যেই রোজা ভাঙলেন সতীর্থরা]
শুধু ওয়াল পেন্টিংই নয়, আগামী এক মাস ফুটবল প্যারেড, ফুটবল সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতা চলবে৷ এছাড়া নাচের অনুষ্ঠান, মাউন্টেন বাইক ব়্যালি, নেইল আর্ট, মিউজিক্যাল পারফরম্যান্সের মতো নানা বৈচিত্রপূর্ণ অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে৷ এবং এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে অর্থ আসবে তা গ্রামাঞ্চলের মানুষদের চিকিৎসায় ব্যয় করা হয়ে বলে জানান দেবেন গুরুং৷
The post দার্জিলিংয়ে ফুটবল জ্বর, পর্যটক টানতে বিশ্বকাপের রঙে সেজেছে পাহাড় appeared first on Sangbad Pratidin.