shono
Advertisement

Breaking News

উজবেকিস্তানকে হারিয়ে ডেভিস কাপের ওয়ার্ল্ড প্লে-অফে ভারত

প্রথম দিনের পর দ্বিতীয় দিনও ফর্ম বজায় রাখলেন ভারতীয়রা৷ The post উজবেকিস্তানকে হারিয়ে ডেভিস কাপের ওয়ার্ল্ড প্লে-অফে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 02:43 PM Apr 08, 2017Updated: 05:50 PM Dec 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুটা দুর্দান্ত করেছিলেন বোপন্নারা৷ দ্বিতীয় দিনও সেই ফর্ম বজায় রাখলেন৷ আর তার সৌজন্যেই ডেভিস কাপের ওয়ার্ল্ড প্লে-অফে কোয়ালিফাই করে গেল ভারত৷

Advertisement

শনিবার বেঙ্গালুরুতে এশিয়া/ওশিয়ানিয়া গ্রুপ ওয়ান টাইয়ে উজবেকিস্তানকে হারিয়ে দিলেন রোহন বোপন্না ও শ্রীরাম বালাজি৷ উজবেকিস্তানকে খাতাই খুলতে দিলেন না ভারতীয় টেনিস তারকারা৷ ভারত জয়ী ৩-০-য়৷

২৭ বছর পর জাতীয় দল থেকে বাদ পড়ার তীব্র ধাক্কা খেয়েছেন লিয়েন্ডার পেজ৷ কাব্বন পার্কে প্রথম দিন দর্শকদের নজর ছিল কোর্টের বাইরে বসে থাকা কিংবদন্তির দিকেই৷ এবারের ডেভিস কাপে তিনি না খেললেও প্রতি মুহূর্তে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গেলেন৷ শুক্রবার উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথম সিঙ্গলসে তরুণ রামকুমার তেমুর ইসমাইলভকে হারিয়েছিলেন ৬-২, ৫-৭, ৬-২, ৭-৫ সেটে৷ পিঠ চাপড়ে দিয়েছিলেন লিয়েন্ডার৷ দ্বিতীয় সিঙ্গলসেও জেতে ভারত৷ ফলে প্রথম দিনই ২-০-য় এগিয়ে গিয়েছিল ভারত৷ এদিনের জয়ের ফলে প্লে-অফে যাওয়া নিশ্চিত করল হোম ফেভরিটরা৷

[ফেসবুক এইসব তথ্য দিয়ে রেখেছেন? করেছেন কী! আজই সরিয়ে ফেলুন]

The post উজবেকিস্তানকে হারিয়ে ডেভিস কাপের ওয়ার্ল্ড প্লে-অফে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement