shono
Advertisement

ফরওয়ার্ড ব্লকের সদর দপ্তরের পিছনে উদ্ধার পচাগলা দেহ, শহরে চাঞ্চল্য

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি৷ The post ফরওয়ার্ড ব্লকের সদর দপ্তরের পিছনে উদ্ধার পচাগলা দেহ, শহরে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 04:56 PM Sep 09, 2018Updated: 04:56 PM Sep 09, 2018

অর্ণব আইচ: গত কয়েকদিন ধরে দুর্গন্ধ বেরোচ্ছিল৷ কিন্তু, বিষয়টি নিয়ে কেউ নিয়ে মাথা ঘামাননি৷ রবিবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউতে ফরওয়ার্ড ব্লকের সদর দপ্তরের পিছন থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ৷ মৃতের পরিচয় জানা যায়নি৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত সাতদিন আগে মৃত্যু হয়েছিল ওই ব্যক্তির৷ তদন্তে বউবাজার থানার পুলিশ৷

Advertisement

[ কলকাতা থেকে গ্রেপ্তার মণিপুরের নিষিদ্ধ সংগঠনের প্রধান, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র]

সেন্ট্রাল অ্যাভিনিউয়ের হেমন্ত বসু সরণিতে বাম শরিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তর৷ এই দপ্তরেই থাকতেন দলের প্রবাদপ্রতীম নেতা অশোক ঘোষ৷ রবিবার সকালে পার্টি অফিসের পিছনের পাঁচিলের ধার থেকে উদ্ধার হল পচাগলা মৃতদেহ৷ ফরওয়ার্ড ব্লকের কর্মীরা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে সদর দপ্তরে ঢুকলেই দুর্গন্ধ পাচ্ছিলেন তাঁরা৷ কিন্তু বিষয়টি নিয়ে কেউ মাথা ঘামাননি৷ ভেবেছিলেন, ইঁদুর বা অন্য কোনও প্রাণী হয়তো মারা গিয়েছে৷ রবিরার সকালে ফরওয়ার্ড ব্লকের দপ্তরে সাফাইয়ের কাজ চলছিল৷ পিছনে পাঁচিলের ধারে পচাগলা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন এক সাফাইকর্মী৷ তড়িঘড়ি খবর দেওয়ার ফরওয়ার্ড ব্লক নেতাদের৷ ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত সাতদিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ মৃত ব্যক্তির পরিচয় কী? তিনি ফরওয়ার্ড ব্লকে অফিস চত্বরে ঢুকলেনই বা কী করে? তা খতিয়ে দেখছে পুলিশ৷ জানা গিয়েছে, সদর দপ্তরের পিছনে একটি ঘরে ফরওয়ার্ড ব্লকের পতাকা, ফেস্টুন রাখা থাকে৷ ওই ঘরে নেতাজির একটি মূর্তিও আছে৷ ঘরের দরজা ও পাঁচিলের মাঝে একটি সরুগলিতে মৃতদেহটি পড়েছিল৷ ফরওয়ার্ড ব্লক কর্মীদের দাবি, সেখানে সচরাচর কেউ যান না৷

[ কাকতালীয় হলেও সত্যি, মঙ্গলবারেই সূচনা ও সমাপ্তি মাঝেরহাট সেতুর]

The post ফরওয়ার্ড ব্লকের সদর দপ্তরের পিছনে উদ্ধার পচাগলা দেহ, শহরে চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement