সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। বরং কপালে জুটেছে ‘ফ্লপ’ ফুটবলারের তকমাই। কিন্তু দেশের হয়ে নজির গড়লেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ। সোমবার কোপা আমেরিকায় জাপানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল গত দু’বারের চ্যাম্পিয়ন চিলি। আর এশীয় অতিথিদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে নয়া রেকর্ডের মালিক হয়ে গেলেন ম্যান ইউ স্ট্রাইকার।
চিলির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার পাশে এখন জ্বলজ্বল করছে স্যাঞ্চেজের নাম। শুধু তাই নয়, সবচেয়ে বেশি গোলের নেপথ্য কারিগরও তিনি। তাঁর জমানাতে একের পর এক সাফল্য পাচ্ছে চিলি। স্বাভাবিকভাবেই গোটা দলের চোখের মণি হয়ে উঠেছেন স্যাঞ্চেজ। তবে ব্যক্তিগত সাফল্য সরিয়ে দলগত জয়কেই বেশি প্রাধান্য দিচ্ছেন তিনি। গত দুবারই মেসির আর্জেন্টিনাকে মাটি ধরিয়ে ট্রফি ঘরে তুলেছে চিলি। স্যাঞ্চেজের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক করা। যার শুরু নিঃসন্দেহে দুর্দান্ত হল।
[আরও পড়ুন: অনবদ্য শাকিব, ক্যারিবিয়ানদের দুরমুশ করে সেমিফাইনালের দৌড়ে বাংলাদেশ]
চিলির তুলনায় জাপান যে ধারে-ভারে অনেকটাই পিছিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। তাছাড়া চিলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সুতরাং প্রত্যাশা মতোই খেলার শুরু থেকে জাপানের উপর আক্রমণ শানান পুলগার, ভিদালরা। প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন এরিক পুলগার। দ্বিতীয়ার্ধে জোড়া গোল এডুয়ার্ডো ভার্গাসের। আর খেলার ৮২ মিনিটে দুর্দান্ত হেডারে বল জালে জড়িয়ে নয়া রেকর্ড গড়েন স্যাঞ্চেজ। পাঁচ মাস পর গোলের খড়া কাটালেন তিনি। দেশের জার্সি গায়ে ১২৫টি ম্যাচ খেলে ফেললেন তিনি। গোল করেছেন ৪২টি। করিয়েছেন ৩৬টি। ৬৩টি ম্যাচে জয়ী তাঁর দল। যে রেকর্ড চিলির কোনও ফুটবলারের নেই। এককথায় চিলির ফুটবল ইতিহাসে স্যাঞ্চেজকে GOAT (গ্রেটেস্ট অফ অল টাইম) বললে ভুল কিছু বলা হবে না। একদিকে যখন জাতীয় দলের হয়ে বারবার ব্যর্থ লিও মেসি, তখন দেশবাসীকে গর্বিত করেছেন স্যাঞ্চেজ। দলের জয়ে উচ্ছ্বসিত রেড ডেভিলস স্ট্রাইকার। এই জয়ের সঙ্গে গ্রুপ সি-তে উরুগুয়ের মতোই তিন পয়েন্ট চিলির ঝুলিতেও।
[আরও পড়ুন: সুয়ারেজ-কাভানির দুরন্ত গোলে জয় দিয়ে কোপা অভিযান শুরু উরুগুয়ের]
The post জাপানকে হারিয়ে কোপা অভিযান শুরু চিলির, একগুচ্ছ রেকর্ড স্যাঞ্চেজের appeared first on Sangbad Pratidin.