shono
Advertisement

দিল্লির বেসরকারি কর্মীদের জন্য সুখবর, কেজরিওয়ালের নির্দেশে বাড়ল ন্যূনতম বেতন

চলতি মাস থেকেই কার্যকর হবে নয়া বেতন কাঠামো।
Posted: 02:11 PM Apr 21, 2023Updated: 03:13 PM Apr 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই দেশের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান দিল্লিতে (Delhi) কর্মরত ব্যক্তিরা। এবার অসংগঠিত ক্ষেত্রে কর্মচারীদের বেতন দেওয়ার নিম্নসীমা বাড়িয়ে দিল দিল্লি সরকার। এক ধাপে বেশ খানিকটা বাড়বে নানা ক্ষেত্রের বেতন। বৃহস্পতিবার নয়া বেতনের কথা ঘোষণা করেন দিল্লি শ্রমমন্ত্রী রাজ কুমার আনন্দ। মূল্যবৃদ্ধির সমস্যার মধ্যে নতুন ঘোষণায় স্বস্তি পাবেন দিল্লিবাসী।

Advertisement

দিল্লি সরকারের তরফে বলা হয়েছে, চলতি মাসের ১ তারিখ থেকেই কার্যকর হবে নয়া বেতন কাঠামো। নির্দেশিকায় বলা হয়েছে, দক্ষ শ্রমিকদের প্রতি মাসে ২০ হাজার ৯০৩ টাকা বেতন দিতে হবে। একলাফে ৫৪৬টাকা বেড়েছে তাঁদের বেতন। মাঝারি মানের দক্ষতা রয়েছে যে সমস্ত শ্রমিকদের, তাঁদের বেতন ১৮ হাজার ৯৯৩টাকা। প্রায় ৫০০টাকা বেতন বেড়েছে তাঁদেরও। 

[আরও পড়ুন: ‘নাম জড়ানোয় ফোনে ভর্ৎসনা শাহর’, মমতা-শাহর ‘ফোনালাপ’ নিয়ে শুভেন্দুকে খোঁচা কুণালের]

দিল্লি সরকারের তরফে আরও বলা হয়, যেসমস্ত শ্রমিকরা ম্যাট্রিক পাশ করতে পারেননি, তাঁদের বেতন বাড়িয়ে ১৮ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হল। অন্যদিকে, ম্যাট্রিক পাশ থেকে স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করা শ্রমিকরা ২০ হাজার ৯০৩ টাকা বেতন পাবেন। তারও বেশি শিক্ষিত কর্মীদের নূন্যতম ২২ হাজার ৭৪৪ টাকা দিতেই হবে নিয়োগকারীদের।

সরকারি কর্মীদের পাশাপাশি বেসরকারি কর্মীদের বেতন নিয়েও সচেতন দিল্লি সরকার, এমনটাই জানিয়েছেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, “মূল্যবৃদ্ধির সমস্যায় জেরবার আমজনতাকে উপহার দিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকার। নূন্যতম বেতনবৃদ্ধির ফলে অনেকটা সুবিধা পাবেন সাধারণ মানুষ। যেহেতু অসংঠিত ক্ষেত্রে কর্মীরা নূন্যতম বেতনটাই পান, তাই তাঁদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করল দিল্লি সরকার।”

[আরও পড়ুন: সময় দিচ্ছেন না কোনও বিজেপি নেতাই, দিল্লিতে হা-পিত্যেশ করে বসে মুকুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement