সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার পছন্দের পাত্রীকে বিয়ে করতে নারাজ। যার জেরে বিয়ের অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই নৃশংসভাবে খুন হতে হল ছেলেকে! অভিযোগ, নিজেরই সন্তানের বুকে এলোপাথাড়ি ছুরি চালিয়ে তাঁকে খুন করেছেন বাবা রংলাল সিঙ্ঘল (Ranglal Singhal)। গত বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লিতে (South Delhi)। ২৯ বছর বয়সি মৃত যুবক গৌরব সিঙ্ঘল (Gaurav Singhal) পেশায় একজন জিম ট্রেনার।
জানা যাচ্ছে, বাবার দেখে দেওয়া পাত্রীর সঙ্গে বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল গৌরবের। তবে পুলিশের অনুমান, এই বিয়েতে রাজি ছিলেন না তিনি। ইচ্ছে ছিল অন্য কোনও মহিলাকে বিয়ে করার। কিন্তু বাবার চাপের মুখে পড়ে বিয়েতে রাজি হয়েছিলেন গৌরব। বুধবার রাতে এই বিষয়কে কেন্দ্র করেই বাবার সঙ্গে অশান্তি চরমে ওঠে ছেলের। অভিযোগ, রাগের বশে ছুরি নিয়ে ছেলেকে আক্রমণ করেন বাবা রংলাল। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের অন্যান্য সদস্যরা।
[আরও পড়ুন: রাষ্ট্রের সমালোচনা মানেই অপরাধ নয়, প্রশাসনকে বাক স্বাধীনতা মনে করাল সুপ্রিম কোর্ট]
পুলিশের দাবি, রাত্রি ১২.৩০ নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিক তদন্তে গোটা ঘরে রক্তের দাগ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, হামলার পর দেহ লুকতে তা টেনে নিয়ে যাওয়া হয়েছিল। পাশাপাশি গৌরবের শরীরে অন্তত ১৫ বার আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমে শুক্রবার জয়পুর থেকে অভিযুক্ত রংলালকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আরও ৩ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: একধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম, নারী দিবসে ‘উপহার’ মোদির]
এদিকে খুনের ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে আরও একটি দিক প্রাথমিক তদন্তে উঠে এসেছে। যেখানে দাবি করা হচ্ছে, বাড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকার গয়না ও ১৫ লক্ষ টাকা চুরির পরিকল্পনা করেছিলেন রংলাল। বাবার চুরির ষড়যন্ত্র ধরা পড়তেই গৌরবের সঙ্গে রংলালের তর্ক হয়। সেই সময়ে বাবাকে চড় মারেন তিনি। এর পর রংলাল ও তাঁর ৩ সহযোগী মিলে গৌরবকে খুন করে টাকা-গয়না নিয়ে পালান। সব মিলিয়ে খুনের সঠিক কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।