shono
Advertisement

গাড়ি চালিয়ে হত্যার থেকেও গো-হত্যার শাস্তি বেশি, আক্ষেপ বিচারপতির

স্বঘোষিত গো-রক্ষকদের ফের বার্তা প্রধানমন্ত্রীর।
Posted: 04:50 PM Jul 16, 2017Updated: 11:20 AM Jul 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  গো-হত্যার শাস্তি কোনও রাজ্যে ৫ বছর। কোথাও ৭, কোথাও ১৪ বছর। অথচ আপনি বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে পিষে দিলেও দু বছরের বেশি সাজা হবে না। শাস্তির এই বৈপরীত্য নিয়ে সাধারণ মানুষের মতো আক্ষেপ ঝরে পড়ল এক বিচারপতির গলায়। দিল্লি হাইকোর্টের ওই বিচারপতি বেনজির পর্যবেক্ষণ বুঝিয়ে দিল দেশের আইনের চোখে কোনও কোনও ক্ষেত্রে মানুষের থেকে গরুর দাম বেশি।

Advertisement

[এই ছবি পোস্ট করে শশী থারুর এবং ডেরেক কী বার্তা দিলেন?]

প্রতি মিনিটে দেশে একটি দুর্ঘটনা ঘটে। প্রতি চার মিনিটে পথে বেরিয়ে দেশে একজন মারা যান। বছরে রাস্তা কেড়ে নেয় প্রায় দেড় লক্ষ ভারতবাসীর জীবন। এর অধিকাংশ ক্ষেত্রে দায়ী বেপরোয়া গাড়ি। অথচ মানুষ মারার শাস্তি তেমন কিছু নয়, মাত্র ২ বছরের হাজতবাস। একটি হিট অ্যান্ড রান মামলার রায় ছিল দিল্লি হাইকোর্টে। এই তথ্য তুলে ধরে আদালতের এক বিচারপতি আক্ষেপের সুরে বলেন বেয়াড়া চালকদের শাস্তি দিতে তেমন কোনও দৃষ্টান্তমূলক শাস্তি নেই। অথচ আপনি গরু হত্যা করলে এর থেকে বেশি সাজা ভোগ করতে হবে। সঞ্জীব কুমার নামে ওই বিচারপতি এই প্রসঙ্গে আরও বলেন, গো-হত্যা করলে দেশের কোনও রাজ্যে পাঁচ বছরের জেল হয়। কোথাও সাত, কোথাও আরও একটি বেশ চোদ্দ বছর। কিন্তু বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে পিষে দিলে দণ্ড মাত্র দু বছর। এরকম চললে মানুষের পথের নিরাপত্তা আর কোথায় হবে বলে প্রশ্ন তুলে দিয়েছেন ওই বিচারপতি। স্বগোক্তির সুরে তিনি জানান, দেশের আইন এধরনের অবাধ্য চালকদের ক্ষেত্রে কড়া নয়, অথচ চতুষ্পদের মৃত্যুর ক্ষেত্র তা অনেক বেশি কার্যকরী। ভারতীয় দণ্ডবিধির ৩০৪-এ ধারা অনুযায়ী দুর্ঘটনার শাস্তি দেওয়া হয়। বিচারপতি সঞ্জীব কুমার এই আইন আরও কঠোর করার আরজি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখতে চান। এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি মন্তব্য করেন নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ স্লোগান তখনই কার্যকর হবে যখন পথদুর্ঘটনায় রাশ টানা যাবে। সম্প্রতি কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছিলেন দেশে প্রাকৃতিক দুর্যোগ এবং জঙ্গি নাশকতার থেকেও দুর্ঘটনায় বেশি মানুষ মারা যান।

[আরও কড়া হবে গো-হত্যার শাস্তি, হুঁশিয়ারি উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর]

এদিন ফের স্বঘোষিত গো-রক্ষকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদির বার্তা, এঘটনাকে কোনওভাবে রাজনৈতিক বা সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করা যাবে না। গো-রক্ষার নামে আইন হাতে নেওয়া যাবে না। এই ব্যাপারে প্রতিটি রাজ্য সরকারকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement