সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে ইস্তফা দিলেন নাজিব জঙ৷ ইতিমধ্যেই তিনি কেন্দ্রের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে খবর৷ তিনি ফের আবার তাঁর পছন্দের শিক্ষার জগতেই ফিরতে চান বলে জানিয়েছেন৷
প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর সঙ্গে জঙের বিবাদ ক্রমাগত বেড়েই চলেছিল৷ তবে এক্ষেত্রে নাজিব জঙের পদত্যাগের বিষয়টি আকস্মিকভাবেই সামনে এল৷ যদিও তাঁর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, তিনি বেশ কয়েকমাস ধরেই পদত্যাগের কথা ভাবছিলেন৷ যদিও তাঁর পদত্যাগপত্রে দিল্লির মানুষকে ধন্যবাদ জানিয়েছেন নাজিব জঙ৷ ধন্যবাদ জানিয়েছেন কেজরিওয়ালকেও৷
The post দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে ইস্তফা নাজিব জঙের appeared first on Sangbad Pratidin.