সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দিনে দেশ থেকে সংরক্ষণ তুলে দেওয়া হবে! জনসভায় গিয়ে এই কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গত কয়েকদিনে নেটদুনিয়ায় ছড়িয়ে গিয়েছে এমনই এক ভিডিও। অবশেষে এই ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিল দিল্লি পুলিশ। এফআইআর দায়ের করে এই ভিডিওর তদন্ত করতে বিশেষ দল গঠন করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছেন অমিত শাহ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, আগামী দিনে দেশ থেকে তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর শ্রেণির সংরক্ষণ তুলে দেওয়া হবে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তবে এই ভিডিওকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান বিরোধীরা। নিজেদের সোশাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে কংগ্রেস।
[আরও পড়ুন: চার মাসে ৮! কোটায় ফের আত্মঘাতী নিট পরীক্ষার্থী]
তবে শুরু থেকেই বিজেপির (BJP) দাবি ছিল, অমিত শাহের বিরুদ্ধে অপপ্রচার করতেই এমন ভুয়ো ভিডিও প্রচার করছে হাত শিবির। বিজেপির মুখপাত্র অমিত মালব্য বলেন, "দেশজুড়ে বড়সড় হিংসা ছড়ানোর ছক কষছে কংগ্রেস। তাই ভুয়ো ভিডিও ছড়িয়ে দিচ্ছে সোশাল মিডিয়ায়। আসলে কর্নাটকে মুসলিমদের জন্য বেআইনিভাবে সংরক্ষণ ব্যবস্থার বিরোধিতা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারই পালটা হিসাবে এই ভুয়ো ভিডিও পোস্ট করছেন কংগ্রেসের (Congress) মুখপাত্ররা। আইনি ব্যবস্থা নেওয়া হবে কংগ্রেসের বিরুদ্ধে।"
ভাইরাল ভিডিওর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিজেপি আলাদাভাবে অভিযোগ দায়ের করেছিল দিল্লি পুলিশের কাছে। দুটি অভিযোগের ভিত্তিতে রবিবার এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ভাইরাল ভিডিও নিয়ে এফআইআরের তদন্তভার দেওয়া হয়েছে দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলকে। কীভাবে এই ভিডিও তৈরি হল, সেটাই খতিয়ে দেখবেন তদন্তকারীরা।