সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় যখন নামী স্কুলে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে তখন দিল্লিতে অভিভাবকদের ক্লাসরুমের লাইভ সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করল একটি স্কুল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, দেশে তো বটেই, বিশ্বের কোনও স্কুলে এমন ব্যবস্থা নেই। শুধু তাই নয়, এ বছরের নভেম্বরের মধ্যে রাজধানীতে সমস্ত সরকারি স্কুলের ক্লাসরুমে সিসিটিভি বসানো হবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
[ আরও পড়ুন: ‘আমাকে খুনের সুপারি দেওয়া হয়েছিল’, চাঞ্চল্যকর অভিযোগ আন্না হাজারের]
কখনও যৌন হেনস্তার মুখে পড়তে হচ্ছে, আবার কখনও স্কুলেই আত্মঘাতী হচ্ছে পড়ুয়ারা৷ তাই সন্তানকে স্কুল পাঠিয়ে এখন আর নিশ্চিন্ত হতে পারেন না অভিভাবকরা। বরং উদ্বেগ আরও বাড়ছে। বছর দুয়েক আগে নয়ডার রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের শৌচাগার থেকে উদ্ধার হয়েছিল দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের রক্তাক্ত দেহ। ঘটনায় শোরগোল পড়েছিল গোটা দেশে। খুনের অভিযোগে ওই স্কুলের একাদশ শ্রেণির এক পড়ুয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীকালেও দিল্লি-সহ বিভিন্ন শহরের একাধিক স্কুলের পড়ুয়াদের যৌন হেনস্তা, এমনকী অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। বস্তুত, দিন কয়েক আগে কলকাতার জি ডি বিড়লা স্কুলের শৌচাগারে আত্মহত্যা করে দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পাল। ফলে এখন স্কুল পড়ুয়ারা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুধু সরকারি স্কুল চত্বরেই নয়, দিল্লিতে প্রতিটি সরকারি স্কুলের ক্লাসরুমেও সিসিটিভি বসানোর উদ্যোগ নিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। শহরের লাজপত নগরের একটি সরকারি স্কুলে প্রকল্পটির উদ্বোধন করেছেন খোদ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, স্রেফ ক্লাসরুমে সিসিটিভি বসানোই নয়, একটি স্কুলে অভিভাবকদের লাইভ ফুটেজ দেখানোরও ব্যবস্থা করা হয়েছে৷ অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘স্কুলে পড়ুয়ারা কী করছে, তা অভিভাবকদের জানাতে সরকার দায়বদ্ধ। যদি ক্লাসরুমে অনভিপ্রেত কোনও ঘটনা ঘটে কিংবা সিসিটিভি ক্যামেরার কোনও ক্ষতি হয়, সেক্ষেত্রে সরকারকেই জবাবদিহি করতে হবে।’ সরকারের সিদ্ধান্তে অভিভাবকরা উপকৃত হবেন বলেই আশাপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
[আরও পড়ুন: কামড় খেয়েও অকুতোভয়, সাপ হাতে জড়িয়েই হাসপাতালে মা-মেয়ে]
The post বাড়িতে বসেই দেখা যাবে স্কুলে সন্তানদের কার্যকলাপ, নয়া উদ্যোগ দিল্লি সরকারের appeared first on Sangbad Pratidin.