shono
Advertisement

দিল্লিতেই হবে বিশ্বকাপের ম্যাচ, জল্পনা উড়িয়ে জানালেন সেপ্পি

এর আগে দিল্লিতে দীপাবলির ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। The post দিল্লিতেই হবে বিশ্বকাপের ম্যাচ, জল্পনা উড়িয়ে জানালেন সেপ্পি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:52 PM Feb 23, 2017Updated: 04:24 PM Feb 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ম্যাচ আয়োজন হবে। বৃহস্পতিবার জানিয়ে দিলেন আয়োজক কমিটির ডিরেক্টর জেভিয়ার সেপ্পি। প্রসঙ্গত, বুধবার জানা গিয়েছিল দীপাবলির পরে দূষণের কারণে দিল্লিতে বিশ্বকাপের কোনও ম্যাচ নাও হতে পারে। কিন্তু এদিন সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে জানাচ্ছি দিল্লিতেই বিশ্বকাপের ম্যাচ হবে।’

Advertisement

এদিন তিনি বলেন, ‘আমরা বলিনি যে, দিল্লি ওই ম্যাচগুলি আয়োজন করতে পারবে না। তবে দীপাবলির পর দূষণের মোকাবিলা করে কীভাবে ম্যাচ আয়োজন করা যায়, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।’  ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে অংশ নেবে ২৪ টি দল। ছ’টি শহরের মোট ৫২টি ম্যাচ খেলা হবে। দিল্লি ছাড়া বাকি পাঁচটি শহর হল নবী মুম্বই, মারগাঁও, কোচি, গুয়াহাটি এবং কলকাতা।

বৃহস্পতিবার সেপ্পি আরও বলেন, ‘মার্চের শেষ সপ্তাহে প্রত্যেকটি শহরের স্টেডিয়ামে শেষবার পরিদর্শন করা হবে। প্রত্যেক ভেন্যুতেই ম্যাচ দেওয়া হবে। প্রচারের জন্য বেশ কিছু পদক্ষেপ করা হবে। ২৮ মে-র মধ্যেই অংশগ্রহণকারী সব দেশের নাম জানা যাবে। ৭ জুলাই বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।’

The post দিল্লিতেই হবে বিশ্বকাপের ম্যাচ, জল্পনা উড়িয়ে জানালেন সেপ্পি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement