সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুটার নিয়ে দাঁড়িয়ে থাকার সময় পিছনের গাড়িকে এগিয়ে যাওয়ার জায়গা করে দেননি। নিজের জীবন দিয়ে সেই ‘অপরাধে’র শাস্তি পেলেন এক ডেলিভারি ম্যান। পিটিয়ে খুন করা হল তাঁকে! মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল রাজধানী দিল্লি (New Delhi)।
ঘটনা গত শনিবার রাতের। পুলিশ জানিয়েছে, ৩৯ বছর বয়সি ডেলিভারি ম্য়ানের নাম পঙ্কজ ঠাকুর। একটি দোকানের পণ্যসামগ্রী ডেলিভারির কাজ করতেন তিনি। শনিবার রাতে তেমনই জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রঞ্জিত নগর মেন মার্কেটের কাছে ঘটনে ভয়ংকর ঘটনা। অভিযোগ, ১৯ বছরের মণীশ কুমার এবং ২০ বছরের লালচাঁদ গাড়ি নিয়ে ওই এলাকার সরু গলি দিয়ে যাচ্ছিলেন। সেই সময়ই গলির মধ্যে স্কুটার নিয়ে দাঁড়িয়ে ছিলেন পঙ্কজ। তাঁরা প্রথমে পঙ্ককে সরে যেতে বলেন। তা থেকেই তিনজনের মধ্যে শুরু হয়ে যায় বচসা।
[আরও পড়ুন: স্তনবৃন্তে তাক করা বন্দুক, উরফির নয়া কাণ্ড দেখে তাজ্জব নেটদুনিয়া]
এরপর গাড়ি থেকে বেরিয়ে এসে পঙ্কজের স্কুটার লাথি মেরে ফেলে দেন মণীশ ও লালচাঁদ। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতিতে জড়ান তাঁরা। দু’জনের হাতে মার খেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পঙ্কজ। তাঁকে অচেতন দেখে ভয়ে সেখান থেকে চম্পট দেন দু’জনই। এরপর স্থানীয়রা পঙ্কজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। মণীশ ও লালচাঁদকে গ্রেপ্তার করা হয়েছে।
গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই অভিযুক্তদের গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।