shono
Advertisement

পুরনো নোট জমায় রাজনৈতিক দলকে ছাড় নয়, সাফ জানালেন জেটলি

আয়ের উৎস না দেখাতে পারলে আয়কর বিভাগ ছাড়বে না কোনও দলকে৷ The post পুরনো নোট জমায় রাজনৈতিক দলকে ছাড় নয়, সাফ জানালেন জেটলি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:30 PM Dec 18, 2016Updated: 03:00 PM Dec 18, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ায় কোনও রাজনৈতিক দলকে ছাড় নয়, স্পষ্ট জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে চালু হওয়া নয়া ‘ট্যাক্সেশন ল’ মোতাবেক যে কোনও রাজনৈতিক দলকেই তাদের অডিট অ্যাকাউন্ট রিপোর্ট, আয়-ব্যয়ের খতিয়ান ও ব্যালেন্স শিট দেখাতে হবে বলে জানিয়েছেন জেটলি৷

Advertisement

পাশাপাশি, তিনি এ কথাও জানিয়েছেন, কোনও রাজনৈতিক দল ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোটে অনুদান গ্রহণ করতে পারবে না, কারণ ওই নোট ভারত সরকার বাতিল বলে ঘোষণা করেছে৷ কোনও দল ওই কাজ করলে আইন অমান্যের আওতায় পড়বে বলেও সতর্ক করে দিয়েছেন অর্থমন্ত্রী৷ জেটলি জানিয়েছেন, সাধারণ মানুষ যেভাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোট ব্যাঙ্কে জমা দিতে পারবেন, রাজনৈতিক দলগুলির ক্ষেত্রেও সেই একই নিয়ম লাগু থাকবে৷ টাকা জমা দেওয়ার সময় কোনও অনিয়ম দেখলে দলগুলিকে আয়ের ব্যাখ্যা দিতে হবে৷ কোনও সংরক্ষণ নয়, রাজনৈতিক দলের আয়ের সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা দিতে না পারলে আয়কর বিভাগ সেই দলকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷ মিডিয়াকে কোনও বিষয় ছাপার আগে ওই বিষয়ে যথাযথ গবেষণা করতেও পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

The post পুরনো নোট জমায় রাজনৈতিক দলকে ছাড় নয়, সাফ জানালেন জেটলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement