shono
Advertisement

Breaking News

Dengue

অতিরিক্ত সুগন্ধী ব্যবহার করছেন? ডেঙ্গুর মশাকে ডেকে আনছেন না তো?

মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গবেষকদের গবেষণালব্ধ এই বিষয়টিতে সিলমোহর দিল কলকাতা পুরসভা। ডেঙ্গু ঠেকাতে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের ১৬টি বরো জুড়ে প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Posted: 02:00 PM Apr 07, 2024Updated: 02:04 PM Apr 07, 2024

স্টাফ রিপোর্টার: বেশি সুগন্ধী ব্যবহার করেন? নিজেই কিন্তু বিপদ ডেকে আনছেন। ডেঙ্গুর (Dengue) মশা যাঁদের কামড়াচ্ছে, তাঁদের সিংহভাগই অতিরিক্ত সুগন্ধী ব‌্যবহার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গবেষকদের গবেষণালব্ধ এই বিষয়টিতে সিলমোহর দিল কলকাতা পুরসভা (KMC)। শনিবার কলকাতা পুরসভার মুখ‌্য পতঙ্গবিদ ডা. দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, ঘামের দুর্গন্ধ লুকনোর জন‌্য বডি স্প্রে, সুগন্ধী দিচ্ছেন যাঁরা। সাবধান! স্ত্রী মশারা এই সব গন্ধে আকৃষ্ট হয়।

Advertisement

সূত্রের খবর, এই মরশুমে শহরের ডেঙ্গু আক্রান্তদের জরিপ করে এমন সিদ্ধান্তে এসছে কলকাতা পুরসভা। রক্ত মশার প্রধান খাদ‌্য নয়। ফুলের রেণুই তাদের অন‌্যতম পছন্দ। ভার্জিনিয়ার গবেষকরা জানিয়েছেন, কড়া ফুলের গন্ধ যেসব সুগন্ধীতে তা সহজেই স্ত্রী মশাকে আকর্ষিত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ভার্জিনিয়ার কলেজ অফ এগ্রিকালচার অ‌্যান্ড লাইফ সায়েন্স এ নিয়ে আগেই গবেষণা করেছে। একটি গ্রুপের একাধিক সদস্যের গায়ে ভিন্ন ভিন্ন সুগন্ধী লাগিয়ে গবেষকরা দেখেছেন, যাঁদের গায়ে ফুলের সুগন্ধী লাগানো হচ্ছে মশা তাদেরই কামড়াচ্ছে বেশি।

[আরও পড়ুন: ‘দুঃখেও লিপস্টিক পরি’, ভোটপ্রচারের মাঝেও রূপচর্চা সুজাতার, দিলেন বিউটি টিপস

এর মূলে রয়েছে একটি ধারণা - স্ত্রী মশা শুধুমাত্র রক্ত খায়! এমন ধারণা ভুল বলছেন কলকাতা পুরসভার পতঙ্গবিদ (Mosquito)। ডিমকে পরিণত করতে রক্ত খেতে হয় স্ত্রী মশাদের। তবে তাদের প্রিয় খাদ্যের তালিকায় রয়েছে ফুলগাছের রসও। সে কারণেই ফুলের গন্ধমাখা সুগন্ধীও তাদের আকৃষ্ট করে। এদিকে চরচর করে বাড়ছে পারদ। ঘেমে-নেয়ে অস্থির আমজনতা। এ সময় অনেকেই গা ভর্তি সুগন্ধী ব‌্যবহার করছেন। ফুলের গন্ধ ছাড়া অন‌্য কোনও সুগন্ধী ব‌্যবহার করার পরামর্শ দিচ্ছে কলকাতা পুরসভা।

[আরও পড়ুন: পৃথিবীর আয়ু আর কতদিন? জানিয়ে গিয়েছেন বহু ভবিষ্যদ্বাণী মিলিয়ে দেওয়া বাবা ভাঙ্গা!]

ডা. দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, যাঁরা অতিরিক্ত মদ‌্যপান করেন তাঁদের জন্যেও এডিস ইজিপ্টাই বিপজ্জনক। চিকিৎসকের কথায়, বেশি মদ‌্যপান করলে ঘাম হয়। মদ‌্যপায়ী এই ঘামের মধ্যে থাকে ইথাইল অ‌্যালকোহল। এতে ডেঙ্গুর বাহক স্ত্রী এডিস ইজিপ্টাই আকৃষ্ট হয়। পুরসভার সাবধানবাণী, ‘‘সতর্ক থাকলে অনেক বেশি নিরাপদ থাকবেন।’’ এদিকে ডেঙ্গু ঠেকাতে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের ১৬টি বরো জুড়ে প্রশাসনিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেশি সুগন্ধী ব্যবহার করলেই কিন্তু বিপদ!
  • তাতে আকর্ষিত হচ্ছে ডেঙ্গুর মশা এডিস ইজিপ্টাই।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গবেষকদের গবেষণায় সিলমোহর দিল কলকাতা পুরসভা।
Advertisement