সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল নোট জমা দেওয়ার ক্ষেত্রে ফের নয়া সিদ্ধান্ত কেন্দ্রর। পুরনো নোটে ৫০০০ টাকার বেশি নোট জমা দেওয়া যাবে অ্যাকাউন্ট পিছু একবারই। তার সময়সীমা ৩০ ডিসেম্বর। সোমবার এই নির্দেশিকা জারি করল অর্থমন্ত্রক।
৫০০ ও ১০০০ টাকার নোটে লেনদেন বন্ধ হয়ে গিয়েছে। শুধু বাকি ছিল জমা দেওয়ার সুযোগ। এবার সেখানেও কোপ বসাল কেন্দ্র। জানানো হল, ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোটে ৫০০০ টাকার বেশি জমা দেওয়া যাবে প্রতি অ্যাকাউন্টে একবারই। এর বেশি জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কারণ দর্শাতে হবে। অর্থা এতদিন কেন বাতিল নোট জমা করা হয়নি তার যথোপযুক্ত কারণ দেখাতে পারলে তবেই বেশি টাকা জমা দেওয়া সম্ভব। ৫০০০ টাকার বেশি জমা দেওয়ার ক্ষেত্রে অ্যাকাউন্টের কেওয়াইসি সংযোগ থাকাও বাধ্যতামূলক।
নতুন নোট জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্য এই ধরনের কোনও নিয়ম ধার্য করা হয়নি।
The post পুরনো নোটে ৫০০০ টাকার বেশি জমা মাত্র একবারই appeared first on Sangbad Pratidin.