সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তে সবার আগে প্রতিবাদের পথে নেমেছিল তৃণমূল৷ শেষমেশ বিরোধীরা যখন এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছে, তখন সংসদে ঝড় তুললেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন৷ জানালেন, এটা কোনও রাজনীতির বিষয় নয়৷ তবে সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর উচিত সকলের পরামর্শ শোনা৷
এদিন ভরা সংসদে ডেরেক আরও একবার জানিয়ে দেন, তৃণমূল-সহ সমস্ত বিরোধীরাই কালো টাকার বিরুদ্ধে৷ ‘ক্যাশলেশ ইকোনমি’ও চান সকলে৷ কিন্তু তা তো একদিনে হওয়া সম্ভব নয়৷ এ ব্যাপারেই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷ জানান, দেশে প্রতি পাঁচটি গ্রামের মধ্যে চারটিতেই এখনও ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছয়নি৷ ডেবিড কার্ড ও ক্রেডিট কার্ডও নেই সকলের কাছে৷ যদিও লোকে ডেবিট কার্ড ব্যবহার করে, কিন্তু তা স্রেফ টাকা তোলার জন্য৷ জিনিসপত্র কেনাবেচা এখনও নগদ টাকাতেই হয়৷ এই পরিস্থিতিতে নোট বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষ যে চরম ভোগান্তিতে পড়েছেন সে কথা বারবার করে তুলে ধরেন তিনি৷ তাঁর দাবি, সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী অন্তত অন্যদের পরামর্শ শুনুন৷
এদিকে সমীক্ষা অনুযায়ী, দেশের অধিকাংশ মানুষ মোদির সিদ্ধান্তকে সমর্থন করছে বলেই জানা গিয়েছে৷ বিরোধীরা সাধারণ মানুষের মতামতকে সম্মান দিচ্ছে না বলে তোপ দেগেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু৷ এদিন পাল্টা তোপ দিলেন ডেরেক৷ জানালেন, কেউ কেউ বব ডিলানকে উদ্ধৃত করছেন৷ তাঁরাই আবার জনমত সমীক্ষা করছেন৷ তাঁর প্রশ্ন, এঁরা কোথায় থাকেন? অর্থাৎ নাগরিক অঞ্চলের মানুষ এই পরিস্থিতিতে খানিকটা সামলে নিতে পারলেও, গ্রামের মানুষ যে চরম অসুবিধায়, সে ছবিই তুলে ধরেন তিনি৷
আর সেই প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছেন সে প্রসঙ্গ তোলেন তিনি৷ জানান, মানুষের এই ভোগান্তির কারণেই নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে সবার আগে প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল৷ সিঙ্গুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করেছিলেন৷ এবারও তাই করছেন৷ সেক্ষেত্রেও তাঁর জয় হয়েছিল৷ এক্ষেত্রেও তিনি আশাবাদী যে মমতার আন্দোলন জয়ের মুখ দেখবে৷
প্রসঙ্গত, গোড়া থেকেই এ ব্যাপারে বিরোধীদের এককাট্টা করতে এগিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যার ফলশ্রুতিতেই সংসদ চত্বরে বুধবার ধরনায় বসেন প্রায় ১৫টি বিরোধী দলের ২০০ জন সংসদ৷ ওইদিন যন্তরমন্তরে ধরনায় বসেন মমতা নিজেও৷ পাশে ছিলেন সপা-র জয়া বচ্চন, জেডিইউ নেতা শরদ যাদব প্রমুখ৷
মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্ধৃত করেই এদিন নোট বাতিলের সিদ্ধান্তকে সংসদে বিগ ব্ল্যাক স্ক্যাম বলে উল্লেখ করেন ডেরেক৷ এতদিন ধরে প্রধানমন্ত্রী গরহাজির ছিলেন সংসদে৷ গতকাল থেকে তিনি সংসদে উপস্থিত ছিলেন৷ তার প্রশংসাও করেন ডেরেক৷ তবে পরিষ্কার করে তিনি জানিয়ে দেন, সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করা মানেই দেশদ্রোহিতা বা কালো টাকার পক্ষে তা যেন ভাবা না হয়৷ সরকার নিজেকে মসিহা ও বিরোধীদের শয়তান ভাবছে৷ এই ভেদাভেদের সমীকরণ মুছে দিয়ে সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনকে এগিয়ে আসার ডাক দিলেন তিনি৷