shono
Advertisement

Breaking News

লাল ফৌজের হুমকি উড়িয়ে লাদাখে সেচখাল ভারতের

চিনকে চাপে রাখতে বদ্ধপরিকর ভারত! The post লাল ফৌজের হুমকি উড়িয়ে লাদাখে সেচখাল ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Nov 08, 2016Updated: 09:08 AM Nov 08, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চাপা উত্তেজনা ভারত-চিন সম্পর্কে৷ ভারত-পাক প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধ পরিস্থিতির মতো উত্তেজনা না হলেও বেজিংয়ের সঙ্গে উত্তেজনাটা বেশ কিছুটা কূটনৈতিক, কিছুটা সামরিকও৷ দু’ দিন আগে লাদাখে যখন চিনা সেনাদের হুমকি উপেক্ষা করে সেচখাল নির্মাণ সম্পূর্ণ করলেন ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা, তখনই চিন কূটনৈতিক চাপ বজায় রেখে জানাল, পরমাণু এলিট ক্লাব এনএসজি-র সদস্য হওয়ার জন্য ভারতের দাবিকে তারা সমর্থন করছে না৷ এ ব্যাপারে তাদের পুরনো অবস্থান থেকে তারা সরবে না৷ তাই থেমে নেই নয়াদিল্লিও৷ চিন বিরোধী অক্ষের শরিক হিসাবে ভারত জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর ও ভিয়েতনামের সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক ঘোষণাপত্র প্রকাশ করতে চলেছে৷ সেখানে চিনকে চাপে রাখার জন্য বলা হবে, বিবদমান দক্ষিণ চিন সাগর এলাকা আন্তর্জাতিক জলসীমার মধ্যে পড়ে৷ সেখানে চিনের একতরফা আধিপত্য ও নির্মাণকাজ পুরোপুরি বেআইনি৷ দক্ষিণ চিন সাগরের বিবদমান এলাকার আকাশসীমাও আন্তর্জাতিক ক্ষেত্র৷ সেখানে চিন কোনওভাবেই নো এন্ট্রি জারি রাখতে পারে না৷ এক্ষেত্রে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেওয়া রায়কে চিন মেনে চলতে বাধ্য৷
বিদেশমন্ত্রক সূত্রের খবর, চিনকে পাল্টা চাপে রাখতে দক্ষিণ চিন সাগর নিয়ে ভারত সক্রিয় অবস্থান নিতে চলেছে৷ শুধু তাই নয়, পরমাণু প্রযুক্তি ও  জ্বালানি সরবরাহকারী গোষ্ঠী নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের প্রবেশের দাবিকে আগের মতোই গুরুত্ব দিতে রাজি নয় চিন৷ তাই চিনের ঐতিহাসিক শত্রু জাপানের সঙ্গে ভারত অসামরিক পরমাণু চুক্তি করতে চলেছে৷ কিনতে চলেছে বেশ কিছু আধুনিক যুদ্ধবিমানও৷ এজন্য যুদ্ধবিমানগুলির দাম কমাতেও রাজি হয়েছে জাপান৷
ভারতীয় বিদেশমন্ত্রকের মতে, এনএসজি নিয়ে চিনের বাড়াবাড়ি, পাক জঙ্গি নেতা মাসুদ আজহারকে কূটনৈতিক রক্ষাকবচ দিয়ে আড়াল করার চেষ্টা, পাকিস্তানের সঙ্গে আর্থিক করিডর নির্মাণ এবং পাকিস্তানের সঙ্গে সামরিক আঁতাত-সহ ভারত বিরোধিতা জারি রাখার মোক্ষম জবাব দেওয়া দরকার৷ এই চিনা আধিপত্য খর্ব করার দরকারটা শুধু ভারতের নয়, দরকারটা আরও বেশি করে জাপান, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের৷ আর্থিক, বাণিজ্যিক ও সামরিক দিক দিয়ে সম্মিলিতভাবে চিনা চ্যালেঞ্জের মোকাবিলা করতে চায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি৷ তাই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আগ্রহে ভারতের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আবের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে জাপানের পার্লামেন্টও৷ এভাবেই জাপান চিনকে কড়া বার্তা দিয়েছে যে, ভারতের পরমাণু বিশ্বাসযোগ্যতা এতটাই সুদৃঢ় এবং ভারতের পরমাণু কর্মসূচি এতটাই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ যে তা যে কোনও প্রশ্নের ঊর্ধ্বে৷ তাই এনএসজি-তে ভারতের প্রবেশকে জাপান সমর্থন করছে এবং বেজিং কী বলছে তা গুরুত্ব দিতে নারাজ টোকিও৷
ভারতীয় কূটনীতিকদের ব্যাখ্যা, আমেরিকার পর জাপান নিজের দায়িত্বে ভারতের সঙ্গে অসামরিক পরমাণু চুক্তি করতে প্রস্তাব দেওয়ায় প্রবল চাপে বেজিং৷ কারণ আমেরিকা ও রাশিয়ার আগ্রহে ভারত এলিট মিসাইল ক্লাবের (এমটিসিআর) সদস্য হয়েছে৷ এবার এনএসজি-র সদস্য না হয়েও ভারত পরমাণু অস্ত্র প্রযুক্তির সব সুবিধে ভোগ করবে আমেরিকা, জাপান ও রাশিয়ার দাক্ষিণ্যে৷ এরপরও চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চানিয়াং জানিয়েছেন, “আগের অবস্থান বজায় রেখেই আমরা বলতে চাই, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে (এনপিটি) সই না করে কোনও দেশ এনএসজি-র সদস্য হতে পারবে না৷ এনপিটিতে সই না করা বাকি দেশগুলি নিয়ে এনএসজি-তে আগে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে৷ তারপর ভারতের মতো কোনও দেশ যারা এনএসজি-তে ঢুকতে আগ্রহী তাদের নিয়ে সিান্ত নেওয়া হবে৷”
অন্যদিকে, লালফৌজের তীব্র আপত্তি খারিজ করে লাদাখের ডেমচক সীমান্তে এক কিলোমিটার লম্বা পাইপলাইন বসানোর ও সেচখাল নির্মাণের কাজ শেষ করলেন ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়াররা৷ ওই নির্মাণকাজ বন্ধ করার জন্য বার বার হুঁশিয়ারি দিয়েছিল লালফৌজ৷ কিন্তু পাল্টা হুমকি দিয়ে চ্যালেঞ্জ জানায় ইন্দো টিবেটান বর্ডার পুলিশ৷ পরে ভারতীয় সেনাদের কড়া পাহারায় নির্মাণকাজ শেষ করা হয়৷

Advertisement

The post লাল ফৌজের হুমকি উড়িয়ে লাদাখে সেচখাল ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement