shono
Advertisement

Breaking News

RG Kar Protest

'একটাই দাবি, বিচার চাই', আর্টিস্ট ফোরামের গণ অবস্থানে পাশাপাশি দেব-রূপা

টলিপাড়ার একটাই স্বর, 'জাস্টিস ফর আর জি কর'।
Published By: Suparna MajumderPosted: 07:50 PM Aug 24, 2024Updated: 08:18 PM Aug 24, 2024

সন্দীপ্তা ভঞ্জ: টলিপাড়ার একটাই স্বর, 'জাস্টিস ফর আর জি কর'। তাই তো একজোট হয়ে অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে সরব বাংলার তারকারা। আর জি করের (RG Kar Protest) নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়। তাতেই পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে সরব হন দেব। 

Advertisement

ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

শহরের বাইরে ছিলেন। বুধবারই কলকাতায় পা রাখেন দেব। আর ফিরেই হাসপাতালে ছুটতে হয়েছিল তারকাকে।  বাবা গুরুপদ অধিকারী অসুস্থ। সূত্রের খবর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রামে রয়েছেন গুরুপদবাবু। কিন্তু কেন টলিউডের অন্যান্য শিল্পীদের মতো দেব পথে নামেননি? সেই প্রশ্ন তুলে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেতাকে! এমনকী দিন দুয়েক আগে বিদেশ থেকে শরীরচর্চার ছবি পোস্ট করেও নেটপাড়ার কটু কথার শিকার হতে হয়েছিল।  কটাক্ষ নিয়ে এতদিন কোনও শব্দ খরচ করেননি তারকা। তবে এবারে বিচারের দাবিতে পথে তিনিও নেমে পড়েছেন। 

[আরও পড়ুন: শুটিং থেকে ফেরার পথেই দুর্ঘটনা! কেমন আছেন সাহেব?]

এদিন বৃষ্টিস্নাত সন্ধ্যায় টালিগঞ্জের প্রতিবাদ মঞ্চে দেখা যায় একাধিক তারকাকে। একদিকে যেমন সমুন্ত মুখোপাধ্যায়, অলকানন্দা রায়ের মতো বর্ষীয়ান তারকাকে দেখা যায়, অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, চৈতি ঘোষাল, দিগন্ত বাগচী, দেবলীনা দত্ত, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তীরা বিচারের দাবিতে সরব হন।

ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়

ন্যায় না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে বলেই জানান দেবলীনা দত্ত। 'এর শেষ দেখে ছাড়ব', বলেন অভিনেত্রী। নারী, শিশু ও পশু কেউ নিরাপদে নেই বলেই মনে করেন অভিনেত্রী। ঝাড়গ্রামের হাতি হত্যার ঘটনাও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে সংবাদমাধ্যমে অভিযোগ জানান তিনি। আরজি করের ঘটনা দেখে এক জন সাধারণ মানুষ ও নাগরিক হিসেবে তিনি লজ্জিত বলেই জানান অর্জুন চক্রবর্তী। অভিনেতা মনে করেন এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এমন অপরাধের জন্য কড়া আইন দরকার বলেও মনে করেন তিনি। এই অবস্থানে ঋতুপর্ণা সেনগুপ্তরও যোগ দেওয়ার কথা রয়েছে। 

[আরও পড়ুন: ‘এই গ্রুপ থেকে বিরত থাকুন’, ছোটপর্দার RG Kar প্রতিবাদের আগেই কেন এমন বার্তা? চর্চা তুঙ্গে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়।
  • তাতেই পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে।
Advertisement