সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে ভয় পান না, এমন পুরুষের সংখ্যা নাকি নেহাতই কম৷ সেই তত্ত্বেই যেন সিলমোহর দিলেন ধর্মেন্দ্র স্বয়ং৷ ঝাড়ু হাতে সংসদের বাইরে স্বচ্ছতা অভিযানে অংশ নেওয়া স্ত্রী হেমা মালিনীকে খোঁচা দিয়েছিলেন তিনি নিজেই৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হাতজোড় করে ক্ষমা চাইলেন ধরম পাজি৷
[ আরও পড়ুন: টালিগঞ্জে গেরুয়া শিবিরের বড় থাবা, বিজেপিতে যোগ দিলেন একঝাঁক তারকা]
কয়েকদিন আগে দেখা গিয়েছিল মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী সংসদের সামনে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর৷ দুজনের হাতেই ছিল ঝাড়ু৷ সংসদের বাইরে ঝাঁট দিচ্ছেন তাঁরা৷ হেমা মালিনীর সেই স্বচ্ছতা অভিযানের ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ যা নজর কাড়ে নেটিজেনদের৷ হেমা মালিনীর ঝাড় দেওয়ার পদ্ধতি দেখে হেসে খুন নেটিজেনরা৷ অভিনেত্রী-সাংসদকে কটাক্ষ করতে ছাড়েননি তাঁর স্বামী ধর্মেন্দ্র৷ তাঁর ঝাড় দেওয়ার পদ্ধতি ‘আনাড়ি’র মতো বলে কটাক্ষ করেন ধর্মেন্দ্র৷
তবে স্বামীর কটাক্ষ নিয়ে পারিবারিক কোন্দল শুরু হয়েছে কি না, সে বিষয়ে কিছুই জানা যায়নি৷ কিন্তু কটাক্ষের চব্বিশ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গিন্নির থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন ধর্মেন্দ্র৷ হাতজোড় করা একটি ছবি পোস্ট করে ধর্মেন্দ্র লেখেন ‘মাফ কর দে মালিক।’ অনেকেই মনে করেছেন, আর চার-পাঁচজন পুরুষের মতোই স্ত্রীকে বেশ ভয় পান ধর্মেন্দ্র। আর তাই নাকি মজার ছলে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ধর্মেন্দ্র।
The post স্ত্রীর কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন ধর্মেন্দ্র! কারণটা কী? appeared first on Sangbad Pratidin.