shono
Advertisement
Calcutta League

'ব্যাপক নোংরামি করছে আইএফএ', প্রতিবাদে কলকাতা লিগ থেকে নাম প্রত্যাহার ডায়মন্ড হারবারের

চলতি কলকাতা লিগের চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্টবেঙ্গল। 
Published By: Anwesha AdhikaryPosted: 05:40 PM Oct 09, 2024Updated: 06:04 PM Oct 09, 2024

প্রসূন বিশ্বাস: কলকাতা লিগ থেকে নাম তুলে নিল ডায়মন্ড হারবার এফসি। সদ্য আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হওয়া দলটির অভিযোগ, কলকাতা লিগে ব্যাপক নোংরামি করছে আইএফএ। এমন অবস্থায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। জানা গিয়েছে, বুধবার রাতেই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে আইএফএর কাছে চিঠি পাঠিয়ে দেবে ক্লাব কর্তৃপক্ষ। ডায়মন্ড হারবারের এই সিদ্ধান্তের ফলে স্পষ্ট হয়ে গেল, চলতি কলকাতা লিগের চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্টবেঙ্গল। 

Advertisement

মঙ্গলবার থেকে কলকাতা লিগ নিয়ে শুরু হয় মহানাটক। আচমকাই জানানো হয়, কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভূমিপুত্র খেলানোর নিয়ম ভেঙেছিল মহামেডান। নিয়ম অনুযায়ী, ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন ৯০ মিনিট ৪ জন করে ভূমিপুত্র মাঠে থাকা বাধ্যতামূলক। কিন্তু মহামেডানের বিরুদ্ধে অভিযোগ, তারা ইস্টবেঙ্গল ম্যাচে ৯০ মিনিট ৪ ভূমিপুত্র খেলায়নি। ওই ম্যাচ ড্র হয়েছিল। কিন্তু মঙ্গলবার মহামেডানের পয়েন্ট কেটে নিয়ে ম্যাচের তিন পয়েন্ট ইস্টবেঙ্গলকে দিয়ে দেয় আইএফএ। তার ফলে চ্যাম্পিয়নের দৌড়ে থাকা ডায়মন্ড হারবারের সঙ্গে ইস্টবেঙ্গলের ৪ পয়েন্টের ব্যবধান হয়। 

স্বভাবতই এই ঘটনায় ক্ষিপ্ত ডায়মন্ড হারবার শিবির। ক্লাবের সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় জানান, "ব্যাপক নোংরামি শুরু করেছে আইএফএ। এভাবে খেলা যায় না। এই মরশুমের জন্য আমরা নাম প্রত্যাহার করে নিচ্ছি। আগামী বছরেও আমরা কলকাতা লিগে খেলব কিনা, সেটা ভেবে দেখব।" জানা গিয়েছে বুধবার রাতের মধ্যেই ক্লাবের তরফে চিঠি পাঠিয়ে দেওয়া হবে আইএফএর কাছে। কলকাতা লিগের পয়েন্ট টেবিল অনুযায়ী, একমাত্র ডায়মন্ড হারবারের পক্ষেই ইস্টবেঙ্গলকে টপকে যাওয়া সম্ভব ছিল। তারা নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আচমকাই জানানো হয়, কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভূমিপুত্র খেলানোর নিয়ম ভেঙেছিল মহামেডান।
  • মহামেডানের পয়েন্ট কেটে নিয়ে ম্যাচের তিন পয়েন্ট ইস্টবেঙ্গলকে দিয়ে দেয় আইএফএ। তার ফলে চ্যাম্পিয়নের দৌড়ে থাকা ডায়মন্ড হারবারের সঙ্গে ইস্টবেঙ্গলের ৪ পয়েন্টের ব্যবধান হয়। 
  • বুধবার রাতের মধ্যেই ক্লাবের তরফে চিঠি পাঠিয়ে দেওয়া হবে আইএফএর কাছে।
Advertisement