shono
Advertisement

Breaking News

এতদিন আড়ালেই ছিল ধোনির ‘অধরা’প্রেমকাহিনী!

'ক্যাপ্টেন' ধোনিকে তো গোটা বিশ্ব চেনে৷ কিন্তু 'প্রেমিক' ধোনিকে ক'জন চেনেন৷ The post এতদিন আড়ালেই ছিল ধোনির ‘অধরা’ প্রেমকাহিনী! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:26 AM Jul 17, 2016Updated: 09:19 PM Jul 16, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে কখনও সেভাবে প্রকাশ্যে কথা বলতে শোনা যায় না মহেন্দ্র সিং ধোনিকে৷ বিয়ে করা বা বাবা হওয়ার খবরও ঢাক পিটিয়ে জানাননি তিনি৷ সেই কারণেই হয়তো ক্যাপ্টেন কুলকে নিয়ে ভক্তদের কৌতূহলও বেশি৷ ধোনির ফ্যানদের অনেক অজানা প্রশ্নের উত্তর দেবে তাঁর আত্মজীবনী নিয়ে তৈরি ছবি “এসএম ধোনি: দ্য আনটোল্ড স্টোরি৷”

Advertisement

‘ক্যাপ্টেন’ ধোনিকে তো গোটা বিশ্ব চেনে৷ কিন্তু ‘প্রেমিক’ ধোনিকে ক’জন চেনেন, সন্দেহ আছে৷ না, না সাক্ষী সিং রাওয়াতের কথা হচ্ছে না৷ সাক্ষীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আগে ধোনির জীবনে ছিলেন অন্য এক মহিলা৷ তবে সেই প্রেমকাহিনীর ‘হ্যাপি এন্ডিং’ হয়নি৷ আত্মজীবনীমূলক ছবিতে ধোনির জীবনের এই অজানা দিকটাও তুলে ধরবেন পরিচালক৷ সাক্ষীর আগেও একজনকে ভালবেসেছিলেন মাহি৷ কিন্তু ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল৷

কী সেই অধুরা কাহিনী?

ধোনি তখনও ধোনি হয়ে ওঠেননি৷ ২০ বছরের ধোনি প্রেমে পড়েছিলেন প্রিয়াঙ্কা ঝা’র৷ এমনকী বাকি জীবনটা একসঙ্গে কাটানোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন তাঁরা৷ কিন্তু সে স্বপ্ন আর পূরণ হল না৷ ধোনি যখন ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরি হাঁকাচ্ছেন, অন্যদিকে তখন গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান প্রিয়াঙ্কা৷ সফর থেকে ফিরে খবরটা পেয়ে পায়ের তলার মাটি সরে গিয়েছিল ধোনির৷ তাঁর অবস্থা দেখে বন্ধুদের মনে হয়েছিল, আর হয়তো কোনওদিন বাইশ গজে জ্বলে উঠতে পারবেন না ধোনি৷ কিন্তু রাঁচির রাজপুত্র কখনও হার মানতে শেখেননি৷ প্রেমিকার মৃত্যুশোককে মনের গভীরে গচ্ছিত রেখে দাঁতে দাঁত চেপে ব্যাট হাতে তুলে নিয়েছিলেন৷ বাকিটা তো ইতিহাস৷

সূত্রের খবর, ধোনি নাকি প্রথমে চাননি ছবিতে এসব দেখানো হোক৷ তবে পরিচালকের অনুরোধে পরে তিনি রাজি হয়ে যান৷ শোনা যাচ্ছে, ছবিতে প্রিয়াঙ্কার ভূমিকায় সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী দীশা পাতানি৷

The post এতদিন আড়ালেই ছিল ধোনির ‘অধরা’ প্রেমকাহিনী! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement