shono
Advertisement

‘কেন্দ্রের টাকা নয়ছয় করছে রাজ্য’, আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে রাজ্যকে তোপ দিলীপের

অন্য রাজ্যে পরিযায়ীদের যত্ন হচ্ছে বলে কটাক্ষ করেন বঙ্গ বিজেপির সভাপতি। The post ‘কেন্দ্রের টাকা নয়ছয় করছে রাজ্য’, আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে রাজ্যকে তোপ দিলীপের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:01 PM Jun 07, 2020Updated: 09:01 PM Jun 07, 2020

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ক্ষয়-ক্ষতি নির্ধারণে কোনও সমীক্ষা করা হয়নি। তাহলে কীসের ভিত্তিতে ক্ষতির তথ্য দিচ্ছে রাজ্য সরকার। প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ভুল তথ্য পরিবেশন করে শুধু বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে।

Advertisement

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে আমফানে প্রায় এক লক্ষ আড়াই হাজার কোটি টাকা ক্ষতির খতিয়ান দিয়েছে রাজ্য সরকার। সেই প্রসঙ্গেই রবিবার বিজেপির রাজ্য দপ্তরে এক সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তোলার পাশাপাশি দিলীপ ঘোষের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের টাকার অপব্যবহার করছে রাজ্য। তাঁর দাবি, ‘২০১৯-২০ সালে কেন্দ্র রাজ্যকে ৯৯৩.৮৮ কোটি টাকা দিয়েছে। রাজ্য খরচ করেছে ৪২৩.৬৩ কোটি টাকা। রাজ্য খরচ করছে না। খালি টাকা চাইছে। আর বলছে কেন্দ্র নাকি টাকা দেয়নি। করোনার আগেও ২০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার।’

[আরও পড়ুন: বিজেপিতে যাচ্ছেন জ্যোতির্ময়ী শিকদার! দিলীপের সঙ্গে ‘চায়ে-পে-চর্চা’ ঘিরে জল্পনা তুঙ্গে]

জল-জীবন মিশনের পরিকল্পনা জমা না দিয়েই রাজ্য টাকা দাবি করছে বলে অভিযোগ করেন তিনি। পরিযায়ী শ্রমিক ইস্যুতেও এদিন ফের রাজ্যকে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, এখানে বহু জায়গায় পরিযায়ী শ্রমিকরা তাঁবুতে আশ্রয় নিয়েছেন। অথচ অন্য রাজ্যে তাঁরা যত্নবান।

[আরও পড়ুন: আমফান বিধ্বস্তদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার দাবি, প্রতিনিধি দলের দ্বারস্থ হচ্ছেন দিলীপ]

The post ‘কেন্দ্রের টাকা নয়ছয় করছে রাজ্য’, আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে রাজ্যকে তোপ দিলীপের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement