স্টাফ রিপোর্টার: মাঝে বাকি আর দু’দিন। মোহন-ইস্ট দুই শিবিরেই ধীরে ধীরে বাড়ছে ডার্বির উত্তাপ। কিন্তু এর মধ্যেই ডার্বির টিকিটে ক্লাবের নাম ভুল ছাপা হওয়ায় রীতিমতো হতাশ মোহনবাগান কর্মকর্তারা৷ এছাড়া শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সবুজ-মেরুন খেলোয়াড়দের প্রাকটিসের জন্য সময় দেওয়া হয়েছে সকাল ১১ টা। এই নিয়েও তৈরি হয়েছে ক্ষোভ৷ তবে টিকিটে নাম বিভ্রাটের জেরে অবিকৃত টিকিট বিক্রি বন্ধ করে দিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার টিকিট বিক্রি শুরুও হয়েছিল। কিন্তু ঘন্টাখানেক পরে তা বন্ধ করে দেওয়া হয়।
টিকিটে নাম বিভ্রাট নিয়ে ক্লাব সহসচিব সৃঞ্জয় বোস প্র্যাকটিসের শেষে হতাশার সুরে বলেছিলেন, ‘ডার্বির টিকিটে মোহনবাগানের নাম ভুল হিসাবে কেন ছাপা হল তা আমরা বুঝতে পারছি না৷ ফেডারেশনের ডাকা আই লিগের সভায় আমরা ম্যাকডাওয়েলের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করেছি তা জানিয়ে দিয়েছিলাম৷ তা সত্ত্বেও কেন যে এভাবে টিকিট ছাপা হল তা আমরা জানি না৷ এই নিয়ে আমরা ফেডারেশনের কাছে চিঠি দিচ্ছি৷’
এদিকে, টিকিটে মোহনবাগানের নাম ভুল ছাপায় প্রেস কনফারেন্স ডেকে ইস্টবেঙ্গলের তরফ থেকে অনিচ্ছাকৃত ভুলের জন্য দু:খ প্রকাশ করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ সচিব দীপঙ্কর চক্রবর্তী জানান, শুক্রবার থেকে টিকিটে নাম সংশোধন করে ফের তা বাজারে ছাড়া হবে। যারা টিকিট কিনে ফেলেছেন তারা ফের কাউন্টারে গিয়ে ওই টিকিটই সংশোধন করিয়ে নিতে পারবেন। যারা দূরে থাকেন তারা খেলা শুরুর আগে সংশ্লিষ্ট গেট থেকে টিকিট সংশোধন করাবেন। তবে শুধরে না নিলে ওই টিকিটে কাউকেই মাঠে ঢুকতে দেওয়া হবে না।
এদিন অনুশীলনের পর শিলিগুড়ি স্টেডিয়ামে মোহনবাগানকে দেওয়া প্রাকটিসের সময় নিয়ে প্রশ্ন করলে সৃঞ্জয়বাবু বলেন, ‘ওরা আমাদের সময় দিয়েছে সকাল ১১টায়৷ যদি ওরা মনে করে থাকে ওই সময় ঠিকমতো প্র্যাকটিস করা যাবে তাহলে বলার কিছু নেই৷ তবে আমাদের কোচ এই নিয়ে আর তিক্ততা বাড়াতে চাইছেন না৷ আমরাও খোলা মনে মেনে নিচ্ছি৷’ প্রসঙ্গত বলা যেতে পারে, এবারের ডার্বি আয়োজনের দায়িত্ব ইস্টবেঙ্গলের৷
The post টিকিটে নাম ভুল, ডার্বির আগে ক্ষুব্ধ বাগান শিবির appeared first on Sangbad Pratidin.