shono
Advertisement

জানেন, ‘কালা চশমা’র প্রকৃত স্রষ্টা কে?

অমৃক সিং-এর একটাই আক্ষেপ, পাঞ্জাবি গীতিকারদের মর্যাদা কেউ কোনওদিন দেয়নি৷ The post জানেন, ‘কালা চশমা’র প্রকৃত স্রষ্টা কে? appeared first on Sangbad Pratidin.
Posted: 02:35 AM Sep 12, 2016Updated: 09:05 PM Sep 11, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনা-সিদ্ধার্থ অভিনীত বহুপ্রতীক্ষিত ‘বার বার দেখো’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে৷ বক্স অফিসে তেমন সাড়া না ফেললেও মুক্তির আগে থেকেই  ছবির গান ‘কালা চশমা’ নিয়ে মেতে উঠেছিল দেশ৷ নয়ের দশকের হিট গানকে নতুন ভাবে আরেকবার দর্শকদের সামনে নিয়ে আসে অমর আরশি, বাদশাহ ও নেহা কক্কর৷ কিন্তু এই হিট গান নিয়ে পাওয়া গেল একটি নতুন তথ্য৷

Advertisement

জানেন, এই গানটির গীতিকার কে?

মোটেই গানটি কোন স্বনামধন্য গীতিকারের লেখনীর সৃষ্টি নয়৷ এই গানটি লিখেছিলেন অমৃক সিং নামের পাঞ্জাবের এক বাসিন্দা৷ বর্তমানে তিনি একজন পুলিশকর্মী৷ ৪৩ বছরের এই ব্যক্তিই রয়েছেন এই গানের নেপথ্যে৷ তিনি জানান, ১৫ বছর বয়সে এই গানটি তিনি লিখেছিলেন৷ কিন্তু কখনওই কল্পনা করেননি এই গান একদিন সাড়া জাগাবে গোটা বিশ্বে৷

দুমাস আগেই তাঁর এক বন্ধু তাঁকে জানায় যে, তাঁর লেখা গান সিনেমায় ব্যবহার করা হয়েছে৷ যদিও চার মাস আগে জলন্ধরের একটি রেকর্ড কোম্পানি তাকে জানায় একটি সিমেন্ট ফার্ম তাঁর গানটি ব্যবহার করতে চায়৷ সেই ফার্মটির নাম অবশ্য তিনি জানেন না| তবে সিনেমায় যে ব্যবহার হবে এমন কিছু আঁচ করেননি অমৃক সিং৷

সিনেমায় ব্যবহার হওয়ায় খুশি হলেও তাঁর ক্ষোভ শুধু এইটুকুই, মুম্বই থেকে কখনওই তাঁর ডাক আসেনি৷ সিনেমার স্ক্রিনিং কিংবা মিউজিক লঞ্চেও তাঁকে ডাকা হয়নি৷ এদিকে অমর আরশি তাঁর লেখা গান গেয়ে ইংল্যান্ডেও সাড়া ফেলেছেন৷ তিনি কেবল মুম্বইকে জানাতে চান পাঞ্জাবের গ্রামেও এমন গান তৈরি হয়৷

অমৃক সিং-এর একটাই আক্ষেপ, পাঞ্জাবি গীতিকারদের মর্যাদা কেউ কোনওদিন দেয়নি৷

 

The post জানেন, ‘কালা চশমা’র প্রকৃত স্রষ্টা কে? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement