shono
Advertisement

রবিন সিংয়ের মতো ‘উচ্ছৃঙ্খল’আনন্দ দেখাই না, হ্যাটট্রিক করে জানালেন সুনীল

মাঠে এসে সকলকে খেলা দেখার অনুরোধ জানালেন অধিনায়ক৷ The post রবিন সিংয়ের মতো ‘উচ্ছৃঙ্খল’ আনন্দ দেখাই না, হ্যাটট্রিক করে জানালেন সুনীল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:10 PM Jun 02, 2018Updated: 08:22 PM Aug 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার আইপিএল ট্রফিটা হাতে তুলেও উচ্ছ্বাসে ফেটে পড়েননি মহেন্দ্র সিং ধোনি৷ ঠোঁটের কোণে হাসি থাকলেও সেই ধীর স্থির ক্যাপ্টেন কুলকেই দেখেছিল গোটা বিশ্ব৷ শুক্রবার মুম্বইয়ের আন্ধেরি স্টেডিয়ামও অনেকটা একই দৃশ্যের সাক্ষী থেকেছে৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের সাদৃশ্য দেখা গিয়েছিল ভারতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়কের মধ্যে৷ তিনি সুনীল ছেত্রী৷ দীর্ঘ আট বছর পর দেশের জার্সি গায়ে যিনি গোলের হ্যাটট্রিক করলেন৷ কিন্তু চিনা তাইপেইকে ৫-০ গোলে হারালেও সেই সুনীলের মধ্যে অতিরিক্ত উচ্ছ্বাসের ছিটেফোঁটাও ছিল না৷

Advertisement

[আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলেন, পুলিশি জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি আরবাজ খানের]

কিংবদন্তিরা হয়তো এমনই হন৷ অতিরিক্ত উচ্ছ্বাস আর আবেগে ভাসেন না তাঁরা৷ বরং লক্ষ্যে স্থির থেকে বিশ্ব ইতিহাসে নিজেদের নাম লেখেন স্বর্ণাক্ষরে৷ সুনীল ছেত্রীকে সেই তালিকায় রাখাটা একেবারেই বাড়াবাড়ি হবে না৷ দেশের জার্সি গায়ে গোলের নিরিখে ওয়েন রুনিকে অনেক দিনই পিছনে ফেলে দিয়েছেন৷ এবার গোলের হ্যাটট্রিক করে মার্কিন তারকা ক্লিন্ট ডেম্পসিকেও ছাপিয়ে গেলেন তিনি৷ ছুঁয়ে ফেলেছেন স্প্যানিশ তারকা ডেভিড ভিয়ার ৫৯ টি গোলের মাইলস্টোনকেও৷ সমসংখ্যক গোলের মালিক সুনীলও৷ তাঁর সামনে এখন ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৮১) ও লিও মেসি (৬৪)৷

[সুনীলের হ্যাটট্রিকে জমজমাট ইন্টার কন্টিনেন্টাল কাপ, ৫-০ গোলে জয়ী ভারত]

দেশের হয়ে ৯৯তম ম্যাচে হ্যাটট্রিকের পরও উচ্ছ্বাসে ফেটে পড়েননি সুনীল৷ অন্যান্য ফুটবলারদের মতো সেলিব্রেশনে মাততে দেখা যায়নি তাঁকে৷ কেন? শান্ত গলায় সুনীল জানিয়ে দিলেন, রবিন সিংয়ের মতো ‘উচ্ছৃঙ্খল’ উচ্ছ্বাস দেখাতে ভালবাসেন না তিনি৷ ম্যাচের সেরা হয়ে বলেন, “গোল করতে পারায় আমি খুব খুশি৷ দেশ বা ক্লাবের হয়ে গোল করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে হয়৷ ভিতর থেকে আনন্দ পাই৷ কিন্তু রবিন সিংয়ের মতো অশোভনভাবে তার বহিঃপ্রকাশ করতে পারি না৷” ইন্টার কন্টিনেন্টাল কাপকে নেহাতই এশিয়ান কাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছেন সুনীল৷ তাঁর লক্ষ্য আগামী বছরের টুর্নামেন্ট৷ বলছেন, “এশিয়ান গেমস, এশিয়ান কাপে গোল করলে সেলিব্রেশন হয়তো আরেকটু ঝাঁজাল হতে পারে৷ অন্যদের জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে পারি৷” বাইচুং ভুটিয়ার পর একমাত্র ভারতীয় তারকা হিসেবে দেশের হয়ে শততম ম্যাচ খেলবেন সুনীল৷ রয়েছেন স্বপ্নের ফর্মে৷ কিন্তু নিজের আত্মবিশ্বাস ও অহংকে মাত্রাতিরিক্ত হতে দেননি কখনও৷ আর এখানেই হয়তো লুকিয়ে অধিনায়কের সাফল্যের চাবিকাঠি৷

The post রবিন সিংয়ের মতো ‘উচ্ছৃঙ্খল’ আনন্দ দেখাই না, হ্যাটট্রিক করে জানালেন সুনীল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement