রূপায়ন গঙ্গোপাধ্যায়: ধর্মতলায় অমিত শাহর সভা নিয়ে জটিলতা। রানি রাসমণি রোডে পুলিশ সভার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ বিজেপির। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, “১১ আগস্ট সেখানে আগেই কংগ্রেসকে সভার অনুমতি দেওয়া হয়েছিল। পুলিশ আমাদের তাই জানিয়ে দিয়েছে অমিত শাহর সভার অনুমতি দেওয়া যাবে না।” অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য বিজেপি।
[ফের যাদবপুরে অটো-দৌরাত্ম্য, মহিলা যাত্রীকে হেনস্তার অভিযোগ]
পাশাপাশি রানি রাসমণিতে সভা করা না গেলে সেক্ষেত্রে শ্যামবাজারে সভার বিকল্প স্থান ভাবা হয়েছে বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে। আবার বিকল্প হিসাবে হাওড়া ময়দানের কথাও ভেবে রাখা হয়েছে। যদিও লালবাজারের পুলিশ কর্তাদের দাবি, ১১ আগস্ট সভার অনুমতি চেয়ে বিজেপি কিংবা কংগ্রেস কারও তরফেই কোনও আবেদন জমা পড়েনি। ১১ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ। দলের যুব সমাবেশে প্রধান বক্তা তিনি। মঙ্গলবার বিজেপির রাজ্য দপ্তরে যুব মোর্চার কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তার আগেই রানি রাসমণিতে সভার অনুমতি পুলিশ দিচ্ছে না বলে অভিযোগ রাজ্য বিজেপি নেতাদের। ফলে সভার স্থান নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কোথায় সমাবেশ হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এদিনের বৈঠকেই নেওয়া হবে।
[‘ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি, বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হবে’]
যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার জানিয়েছেন, বিকল্প হিসাবে শ্যামবাজারে সভা করার চিন্তাভাবনা হচ্ছে। এদিকে, জেলায় জেলায় সমাবেশের প্রস্তুতি নিয়ে সোমবার দীর্ঘ বৈঠক চলে কলকাতায়। সেখানে ছিলেন যুব মোর্চার কেন্দ্রীয় নেতা অভিজাত মিশ্র, সৌরভ চৌধুরি, সৌরভ শিকদার, সংগঠনের রাজ্য সভাপতি দেবজিৎ সরকার প্রমুখ। যুব সমাবেশে ২ লক্ষ জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে। যুব মোর্চার কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদারের বক্তব্য, “তৃণমূলের ২১ জুলাই শহিদ সমাবেশে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব যা বলেছিলেন তার পাল্টা জবাব যুব সমাবেশের মঞ্চ থেকেই দেবেন অমিত শাহ। আমরা ওইদিন পাল্টা স্লোগান দেব তৃণমূল বাংলা ছাড়ো।”
The post ধর্মতলায় অমিত শাহর সভা ঘিরে জটিলতা, প্রশাসনকে তোপ বিজেপির appeared first on Sangbad Pratidin.