shono
Advertisement
Vadodara

৫ জনকে পিষেও অনুতাপ নেই! গাড়ি থেকে নেমে মদ্যপ যুবকের চিৎকার, 'আরেকবার হোক'

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর হয়েছে ৪ জন।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 03:33 PM Mar 14, 2025Updated: 03:35 PM Mar 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি নিয়ে ৫ জনকে পিষে দিল মদ্যপ যুবক! এঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন এক মহিলা। কিন্তু এই ভয়ংকর দুর্ঘটনা ঘটিয়েও কোনও অনুতাপ নেই অভিযুক্ত যুবকের।  গাড়ি থেকে বেরিয়ে উন্মত্তের মতো রাস্তায় দাঁড়িয়ে তার চিৎকার, "আরেক রাউন্ড হয়ে যাক।" যা দেখে হতবাক হয়ে যান অন্যান্য পথচারীরা। ঘটনায় গ্রেপ্তার ২। 

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা গুজরাটের ভদোদরার করেলিবাগ এলাকার। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অমরাপলি চার রাস্তা মোড়ে একটি দ্রুতগতির কালো গাড়ি ছুটে আসে। সজোরে সেটি একটি মোটরবাইকে ধাক্কা মেরে খানিক দূর টেনে নিয়ে চলে যায়। এরপর রাস্তার ধারে দাঁড়ানো বেশ কয়েকজনকেও ধাক্কা মারে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। গাড়িতে দুই যুবক ছিল। এরপর মদ্যপ অবস্থায় গাড়ির চালক বেরিয়ে এসে চিৎকার করে বলতে থাকে, "আরেক রাউন্ড, আরেক রাউন্ড।" গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সেখানে গাড়ি থেকে এক কালো টি শার্ট পরা যুবককে বেরিয়ে এসে চিৎকার করতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় থানায় খবর দিলে পুলিশ দুর্ঘটনাস্থলে আসে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হেমালিবেন প্যাটেল নামে এক মহিলার মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে রয়েছে বছর বারোর জাইনি ও বছর পঁয়ত্রিশের নিশাবেন। এছাড়া আহত হয়েছে ১০ বছরের এক নাবালিকা ও ৪০ বছরের এক ব্যক্তি। তাদের এখনও পরিচয় জানা যায়নি। তবে সকলের চোটই গুরুতর। সকলের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

এই দুর্ঘটনা প্রসঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার লীনা পাটিল জানান, স্থানীয় পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম রক্ষিত চৌরাসিয়া। তার বাড়ি বারাণসীতে। বর্তমানে ভদোদরার একটি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছে রক্ষিত। সে সময় তার সঙ্গে গাড়িতে ছিল মিত চৌহান নামে আরেক যুবক। তাকেও গ্রেপ্তার করা হয়েছে। গাড়িটি মিতের। গাড়িটির গতিবেগ ছিল ১২০ কিমি। ঘটনার তদন্ত জারি রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গাড়ি নিয়ে ৫ জনকে পিষে দিল মদ্যপ যুবক! এঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন এক মহিলা।
  • কিন্তু এই ভয়ংকর দুর্ঘটনা ঘটিয়েও কোনও অনুতাপ নেই অভিযুক্ত যুবকের।
  • গাড়ি থেকে বেরিয়ে উন্মত্তের মতো রাস্তায় দাঁড়িয়ে তার চিৎকার, "আরেক রাউন্ড হয়ে যাক।"
Advertisement