গৌতম ব্রহ্ম: শুক্রবার থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) শিবির। এবারের ক্যাম্পগুলিতে নতুন চারটি পরিষেবা মিলবে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হল নবান্নের (Nabanna) তরফে। ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্যায় ও ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায় পরিষেবা প্রদানের কাজ। এবার বার্ধক্য ভাতা, পরিযায়ী শ্রমিকদের নথিভুক্তিকরণ, উদ্যম পোর্টাল অর্থাৎ ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্পের নথিভুক্তিকরণ, হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের তালিকা তৈরি করার কাজ হবে শিবিরগুলিতে।
প্রেস বিজ্ঞপ্তি-দুয়ারে সরকার ৭ম পর্যায়
রাজ্যবাসীর কাছে সরকারি পরিষেবা আরও বেশি করে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু হয়েছে গত তিন বছর আগে। প্রতি বছরই অন্তত দু’বার করে শিবির হয়। এবারও পুজোর আগে একমাসব্যাপী শিবির চালু হচ্ছে শুক্রবার থেকে। ১ থেকে ১৬ তারিখ পর্যন্ত ক্যাম্পে সরকারি পরিষেবার আবেদন জমা নেওয়া হবে। আর তারপর সেই আবেদন অনুযায়ী ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। এবারের শিবিরে বিশেষ নজরে থাকছে পরিযায়ী শ্রমিকদের (Migrant Labourers) নাম নথিভুক্তিকরণ। এনিয়ে আগেই সিদ্ধান্ত হয়েছিল। বিশেষত মিজোরাম, মণিপুরে কাজ করতে গিয়ে বাংলার একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এই কাজ আরও দ্রুত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। যাতে তাদের পরিবারগুলিকে চিহ্নিত করে দ্রুত সাহায্য করা যায়। এর জন্য একটি বোর্ডও তৈরি হয়েছে।
[আরও পড়ুন: হঠাৎই সংসদে বিশেষ অধিবেশনের ডাক কেন্দ্রের, জল্পনা তুঙ্গে]
এছাড়া নতুন দুটি পোর্টালের কাজও হবে এবারের ‘দুয়ারে সরকার’ শিবিরে। এবার মোট ১ লক্ষ শিবির হচ্ছে, যার মধ্যে ৩৬ শতাংশ ভ্রাম্যমাণ শিবির। সমস্ত কাজ যাতে ভালভাবে হয়, তার জন্য বৃহস্পতিবার জেলাশাসকরা প্রশাসনিক স্তরের আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠক সেরেছেন।