সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে চলতি মরশুমের দলীপ ট্রফি। এবার প্রতিটি দলেই রয়েছে একাধিক তারকা। প্রথমে রোহিত শর্মা-বিরাট কোহলিদের খেলার গুঞ্জন থাকলেও পরে সেটা বাস্তবরূপে দেখা যায়নি। চোটের জন্য বাদ গিয়েছেন অনেক তারকাই। তার পরও শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের উপস্থিতি জৌলুস বাড়িয়েছে এবারের দলীপ ট্রফির। কিন্তু ব্যর্থ হলেন দুই তারকাই।
দলীপ ট্রফিতে এবার খেলা হচ্ছে ইন্ডিয়া এ, বি, সি, ডি-এই বিভাজনে। প্রথম দিনে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ডি ও ইন্ডিয়া সি। কিন্তু দুটি দলই পড়েছে ব্যাটিং বিপর্যয়ের সামনে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া সি-র অধিনায়ক রুতুরাজ। আর অনুজ কাম্বোজ, হিমাংশু মনোজ, বৈশ্যক বিজয় কুমারদের বোলিং দাপটে বিপর্যস্ত ডি দল। রান পেলেন না কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার (৯)। ব্যর্থ দেবদত্ত পাড়িকলও (০)। কিন্তু তার মধ্যেও উজ্জ্বল অক্ষর প্যাটেল। তাঁর ৮৬ রানের ইনিংসের সৌজন্যে ১৬৪ রানে থামে ডি দলের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ভালো জায়গায় নেই সি দলও। দিনের শেষে ৯১ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। রুতুরাজ, রজত পাতিদাররা ব্যর্থ। হর্ষিত রানা, অক্ষরের বোলিং সামলে তাঁদের ইনিংসকে টানছেন বাংলার অভিষেক পোড়েল। তিনি অপরাজিত আছেন ৩২ রানে। সি দল পিছিয়ে আছে ৭৩ রানে।
[আরও পড়ুন: অলিম্পিকে পদক জিতেছিলেন খোলা চুলে, নতুন রূপের মনুকে দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন]
অন্য ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি ইন্ডিয়া এ ও বি দল। সেখানে বি দলের হয়ে দুরন্ত ইনিংস খেলছেন মুশির খান। ভারতীয় দলের উইকেটকিপার সরফরাজ খানের ভাই অপরাজিত আছেন ১০৫ রানে। যদিও রান পাননি সরফরাজ নিজে (৯)। ব্যর্থ হয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (১৩), যশস্বী জয়সওয়াল (৩০), ঋষভ পন্থ (৭), ওয়াশিংটন সুন্দরের (০) মতো তারকারা। বরং বল হাতে সাফল্য পেলেন ইন্ডিয়া এ দলের খলিল আহমেদ, আকাশ দীপ, আভেশ খান। দিনের শেষে ইন্ডিয়া বি দলের রান ৭ উইকেটে ২০২ রান।