সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামশেদপুর এফসিকে হারাতে পারলেই পৌঁছে যাওয়া যাবে ডুরান্ডের শেষ চারে। তাই দল নিয়ে খুব একটা পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছেন না ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো। একমাত্র স্টপারে মার্টিকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না, মাঠে নামাবেন না, রিজার্ভে রাখবেন।
[আরও পড়ুন: ঘরোয়া লিগের শুরুতেই ভরাডুবি, পিয়ারলেসের কাছে লজ্জার হার মোহনবাগানের]
প্রথম ম্যাচে দুই বিদেশি বোরহা আর কোলাডোকে নিয়ে খেলালেও পরে নামিয়েছিলেন কাশেমকে। সোমবার প্র্যাকটিসে অবশ্য প্রথম দলে মার্টিকে রেখে অনেকক্ষণ প্র্যাকটিস করালেন কোচ আলেজান্দ্রো। তাই সেরকম হলে মঙ্গলবার জামশেদপুর এফসির বিরুদ্ধে তিনজন বিদেশি নিয়ে শুরু করতে পারেন তিনি। সেখানে আবার কাশেমকেও শুরু থেকে খেলাতে পারেন আলেজান্দ্রো। কেন না, ডুরান্ডের পাশাপাশি যেহেতু কলকাতা লিগেও শুক্রবার খেলতে হবে, তাই ঘুরিয়ে ফিরিয়ে ফুটবলারদের দেখে নিতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ। ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমকে এড়িয়ে চললেন ইস্টবেঙ্গল কোচ। ডুরান্ড কর্তৃপক্ষও ম্যাচের আগে কোনও সাংবাদিক সম্মেলনের আয়োজন করেনি। ইস্টবেঙ্গলের তরফেও তেমন আয়োজন নেই।
সাইয়ের বাইরে রাস্তার উপর সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা হলে তা এদিন বয়কট করে সংবাদমাধ্যম। ডুরান্ড খেলতে এলেও জামশেদপুর এফসি এসেছে তাদের রিজার্ভ দল নিয়ে। কোচের দায়িত্বে কুন্দন চন্দা। ডুরান্ডকে তারা দেখছে জুনিয়র ডেভলপমেন্ট প্রোগ্রাম হিসাবে। তবে আলেজান্দ্রো চাইছেন ম্যাচটা জিতে শেষ চারে যেতে। সোমবার ডুরান্ডে বেঙ্গালুরু এফসি ১-১ গোলে ড্র করল আর্মি রেডের বিরুদ্ধে।
The post আজই ডুরান্ডে শেষ চার নিশ্চিত করতে চান আলেজান্দ্রো appeared first on Sangbad Pratidin.