shono
Advertisement

Breaking News

ডুরান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেভিকে হারাল মোহনবাগান, তবে নিশ্চিত নয় নক-আউটে খেলা

নক-আউটে যাওয়ার জন্য গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে সবুজ-মেরুন শিবিরকে।
Posted: 07:53 PM Aug 31, 2022Updated: 07:53 PM Aug 31, 2022

মোহনবাগান: ২ (লেনি, কিয়ান)
ইন্ডিয়ান নেভি: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ডে কাপের (Durand Cup) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিদেশিহীন ইন্ডিয়ান নেভিকে হারাল মোহনবাগান। অপেক্ষাকৃত দুর্বল নৌসেনার বিরুদ্ধে ২-০ গোলে জিতল সবুজ-মেরুন শিবির। তবে জিতলেও ডুরান্ডের নক-আউটে ওঠাটা এখনও নিশ্চিত নয় ফেরান্দোর দলের জন্য। সেজন্য মোহনবাগানকে অপেক্ষা করতে হবে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত।

Advertisement

ডুরান্ডের নক-আউট পর্বে যেতে হলে এদিনের ম্যাচ জিততেই হত সবুজ-মেরুনকে। সেটা ধরে নিয়েই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে মোহনবাগান (Mohun Bagan)। যার ফলও মেলে হাতেনাতে। মাত্র ১৭ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন লেনি রড্রিগেজ। মিনিট দশেক বাদেই আরেকটি গোল পায় সবুজ-মেরুন। এবার নিখুঁত ফিনিশিংয়ে স্কোরবোর্ডে নাম তোলেন কিয়ান নাসিরি। কিন্তু এরপরই সেই পুরনো ফিনিশিং রোগে ধরে মোহনবাগানকে।

[আরও পড়ুন: ইপিএফের নিয়মে বড়সড় রদবদলের প্রস্তাব, উপকৃত হবেন বহু চাকরিজীবী]

এরপর গোটা ম্যাচে প্রচুর সুযোগ তৈরি হলেও আগের ম্যাচগুলির মতো গোল আসেনি। উলটে শেষদিকে কিছুটা হলেও মোহনবাগানকে চেপে ধরেছিল নেভি। যদিও নৌসেনার ফুটবলাররা গোল করতে পারেননি। বুধবার কিশোরভারতীতে ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্স পুরোপুরি খুশি করতে পারবে না সবুজ-মেরুন সমর্থকদের।

[আরও পড়ুন: গণেশ পুজোর জন্য জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ৪ কিশোর, তিনজনের দেহ উদ্ধার]

এদিনের জয়ের ফলে গ্রুপের চার ম্যাচে ৭ পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান। সমসংখ্যক পয়েন্ট রয়েছে মুম্বই সিটি এফসিরও (Mumbai City FC)। শেষ ম্যাচে তারা ইস্টবেঙ্গলকে হারালে বা ড্র করলে তারাই গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে যাবে। আর যদি কোনওভাবে ইস্টবেঙ্গল (East Bengal) মুম্বইকে হারায় তাহলে গোলপার্থক্যের বিচার করা হবে। অন্যদিকে গ্রুপের আরেক দল রাজস্থান ইউনাইটেড রয়েছে ৪ পয়েন্টে। গ্রুপের শেষ ম্যাচে তাঁরাও খেলবে এই দুর্বল নেভির বিরুদ্ধেই। রাজস্থান যদি নেভির (Indian Navy) বিরুদ্ধে জেতে তাহলে তাদেরও ৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে গ্রুপে মোহনবাগানকে হারানোর সুবাদে তারাই চলে যাবে নক-আউট পর্বে। আর যদি কোনওভাবে নেভি রাজস্থানকে হারাতে বা ড্র করতে পারে, তাহলেই পরের রাউন্ডে যাবে মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement