সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষে ক্রিকেট ধর্ম, ক্রিকেট উৎসব। বাইশ গজের লড়াই অনুপ্রেরণা দেয় কোটি কোটি দেশবাসীকে। আর চলতি বছর সেই উৎসব আরও রঙিন হতে চলেছে। কারণ দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, দিওয়ালির সময়ই দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ। অর্থাৎ একসঙ্গে জোড়া সেলিব্রেশনে মাতবেন ক্রিকেটপ্রেমীরা।
দুর্গাপুজোর প্রতিপদ অর্থাৎ ১৫ অক্টোবর হাইভোল্টেজ লড়াই হবে ভারত-পাকিস্তানের মধ্যে। একদিকে মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে দুর্গা প্রতিমা, চলবে শেষমুহূর্তের প্রস্তুতি। আর অন্য দিকে তখন বাবর আজমদের বিরুদ্ধে রোহিত শর্মাদের জয়ের প্রার্থনায় মশগুল থাকবেন এদেশের ক্রিকেটপাগলরা। ওই দিন আবার পাক অধিনায়কের জন্মদিনও। এখনও পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি পাকিস্তান। এবারও কি আহমেদাবাদে সেই ট্র্যাডিশন বজায় রাখতে পারবে টিম ইন্ডিয়া? বিশ্বকাপের সূচি ঘোষণা হতেই তারই অপেক্ষা শুরু হয়ে গেল।
[আরও পড়ুন: গোহত্যা, ধর্মান্তকরণ মামলার দ্রুত নিষ্পত্তি, নির্দেশিকা জারি যোগী প্রশাসনের]
তবে শুধু প্রতিপদ নয়, ৮ অক্টোবর অজিদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হয়ে যাবে ভারতের লড়াই। ১১ অক্টোবর রাজধানী দিল্লিতে খেলা আফগানদের বিরুদ্ধে। অর্থাৎ যখন পুজো, দিওয়ালির শপিংয়ে ব্যস্ত থাকে গোটা দেশ, তখন নিঃসন্দেহে জাতীয় দলের জার্সি কেনার হিড়িক পড়ে যাবে চতুর্দিকে। পুজো উৎসবের মাঝেও টিভির পর্দায় চোখ রাখবে দেশবাসী। কারণ পঞ্চমীতে পুণেতে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। মহাষ্টমীতে আবার রোহিত শর্মাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। খেলা হবে ধরমশালায়। আবার লক্ষ্মীপুজোর পরের দিনই লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল।
এখানেই শেষ নয়, দিওয়ালিতে আবার ডবল ধামাকা তিলোত্তমায়। কারণ ১২ নভেম্বর পাকিস্তান ও ইংল্যান্ডের মহারণের সাক্ষী থাকবে ইডেন গার্ডেন্স। অর্থাৎ আকাশজুড়ে আতসবাজির রোশনাইয়ের মধ্যেই হাইভোল্টেজ ম্যাচ চলবে ক্রিকেটের নন্দনকাননে। তাই সব মিলিয়ে অক্টোবর-নভেম্বরে গোটা দেশ জোড়া উৎসবে মেতে উঠবে ক্রিকেটের হাত ধরে।