সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর বাকি আর কয়েক সপ্তাহ। তার আগেই ভ্রুকুটি দেখাচ্ছে আবহাওয়া। এরই মধ্যে আরও আশঙ্কা বাড়িয়ে দিয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস। সূত্রের খবর, আগামী মাসের মাঝামাঝি থেকে আবারও ঝেঁপে বৃষ্টি নামতে পারে সমগ্র রাজ্যজুড়ে৷ উত্তরবঙ্গে হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গের কোনও কোনও স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর৷ ফলে পুজোর শুরুতেই বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷
[চিনা বাদ্যযন্ত্রে হিন্দি গানের সুর, বেজিং অলিম্পিকের শিল্পীরা মাতালেন শহর]
গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয় শুক্রবার৷ দিল্লির মৌসম ভবনের তরফে জানানো হয়, বঙ্গোপসাগরের পশ্চিমাংশে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ফলে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় আর কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। প্রভাব পড়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হয়৷ হালকা বৃষ্টিপাত হয় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ঙে।
[শোধনাগারে সংস্কারের জের, উত্তর ও মধ্য কলকাতায় বন্ধ জল সরবরাহ]
এই একই পরিস্থিতি পুজোর সময়েও তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর৷ শুরু হতে পারে বৃষ্টিপাত। ওই সময় কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে৷ মাঝে মধ্যে হতে পারে মাঝারি বৃষ্টি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গে ব্যাপক প্রভাব পড়বে৷ আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে দুর্গাপুজো যে বাঙালির মাটি হতে পারে একথা হলফ করে বলছেন আবহাওয়াবিদরা৷