স্টাফ রিপোর্টার : প্রথম ম্যাচে খেলতে নেমেই কেরালা ব্লাস্টার্সের (Kerala Blusters) কাছে ১-৩ গোলে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে (East Bengal)। এবার প্রতিপক্ষ এফসি গোয়া (FC Goa)। তবে স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) দলকে খেলতে হবে ঘরের মাঠে। তাই লাল-হলুদ সমর্থকরা সামান্য হলেও আশাবাদী হতেই পারেন ভাল কিছুর জন্য। তবে কোচ স্টিফেন কনস্ট্যানটাইন বাস্তবের মাটিতে হাঁটতেই ভালবাসেন। যে কারণে পরিস্কার বললেন, ‘কোনও মিরাকল হয়ে গেলে আলাদা ব্যাপার। না হলে চার সপ্তাহর প্রস্তুতিতে আইএসএলের (ISL) প্রথম ছ’য়ে থাকা যায় না।’
এফসি গোয়া ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচের এহেন বক্তব্য জেনে অনেকে ভাবছেন, স্টিফেন বোধহয অজুহাত দিচ্ছেন। কিন্তু ইস্টবেঙ্গল কোচ নিজেই এর ব্যাখ্যা দিয়ে বলছেন, ‘যখন ঘটনাটা সত্যি। তখন সেটা অজুহাত হয় না। কোনও মিথ্যে ঘটনার ব্যাখ্যা দিলে অজুহাত বলা যেতে পারে।’
[আরও পড়ুন: বোর্ড প্রসিডেন্টের অধ্যায় শেষ! সৌরভের সামনে এখন রয়েছে চার বিকল্প]
পর পর দুটো মরশুমে লিগ টেবিলে ইস্টবেঙ্গলের অবস্থান, একবার নবম স্থানে এবং আরেকবার একাদশতম স্থানে। তাহলে এত কম সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে ইস্টবেঙ্গল কোচ হিসেবে স্টিফেনের লক্ষ্য টা কি? স্টিফেন বললেন, ‘এটা এখনই বলে দিতে পারি, আমার দল লিগ টেবিলের শেষে থাকবে না। আমার লক্ষ্য গত দু’বারের থেকে ভাল ফল করা। কিন্তু তারজন্য সময় দিতে হবে। শুরু থেকে এটাই বোঝাতে চেয়েছি, চার সপ্তাহের প্র্যাকটিসে শুরু থেকেই দারুণ কিছু ফল আশা করা যায় না। তারজন্য সময় দিতে হয়। মরশুম শেষের সময় আমাদের দল নিয়ে আলোচনা করলে ভাল হয়। সমালোচনা ঠিক নয়।’
[আরও পড়ুন: মধুর প্রতিশোধ, কেরলকে গোলের মালা পরিয়ে জাতীয় গেমস জয় ‘সোনা’র বাংলার]
ইস্টবেঙ্গল এই মরশুমের প্রথম ম্যাচে হারলেও বুধবারের প্রতিপক্ষ এফসি গোয়া এখনও একটাও ম্যাচ খেলেনি। ইস্টবেঙ্গল কোচ তাই চাইছেন, ঘরের মাঠে প্রথম ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নিতে। বললেন, ‘এফসি গোয়া মোটামুটি ভাবে একদল ধরে রেখেছে। ফলে দলগত ভাবে কিছুটা সুবিধা ওরা পাবেই। তবে আমরা এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব।’ এদিন সকালে অনিকেত যাদব রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করলেও বিকেলে সিনিয়র দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়লেন।