-
- ফটো গ্যালারি
- East bengal mohun bagan supporters protest against football administration
প্রতিবাদের মঞ্চ হয়ে উঠল বড় ম্যাচের যুবভারতী, ফেডারেশনকে তোপ ইস্ট-মোহন সমর্থকদের
সুমিত পাসির আত্মঘাতী গোলেই হারতে হয় ইস্টবেঙ্গলকে।
Tap to expand
করোনা কাল কাটিয়ে প্রায় আড়াই বছর পর যুবভারতীতে ফিরেছে বড় ম্যাচ। স্বাভাবিক ভাবেই ইস্ট-মোহন ডার্বি ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে।
Tap to expand
ম্যাচ শুরুর অনেক আগে থেকেই যুবভারতীতে ভিড় জমাতে শুরু করেন দুই দলের সমর্থকরা। তবে দিনের শেষে হাসি মুখে বাড়ি ফিরলেন সবুজ-মেরুন ভক্তরাই।
Tap to expand
মোহনবাগান নামের পাশ থেকে এটিকে মুছে ফেলার দাবি বহুদিন ধরে জানিয়ে আসছেন সবুজ-মেরুন সমর্থকরা। তা নিয়ে ডার্বির দিনও প্রতিপক্ষের কটাক্ষ শুনতে হল তাঁদের।
Tap to expand
একে শতবর্ষের ডার্বি, তার উপর যুবভারতীতে বসে খেলা দেখার অনুমতি পেয়েছেন দর্শকরা। তাই নানা ফেস্টুন, টিফো, পোস্টারে সমর্থকরা ভরিয়ে তুলেছিলেন গ্যালারি।
Tap to expand
ডার্বির মঞ্চকে এদিন প্রতিবাদের মঞ্চও বানিয়ে ফেলেছিলেন তাঁরা। প্রশাসনিক কর্তাদের গাফিলতিতে নির্বাসিত হয়েছিল ফেডারেশন। 'ফুটবল মাফিয়া'দের জন্য নষ্ট হচ্ছে ভারতীয় ফুটবলের ভাবমূর্তি। সেই সংক্রান্ত টিফোও এদিন দেখা যায় গ্যালারিতে।
Published By: Sulaya SinghaPosted: 10:31 PM Aug 28, 2022Updated: 10:31 PM Aug 28, 2022
সুমিত পাসির আত্মঘাতী গোলেই হারতে হয় ইস্টবেঙ্গলকে।