সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমি এখানে খেলতে এসেছি। ২-৩ মাস খেলে, আনন্দ করে চলে যেতে চাই না। ইস্টবেঙ্গল ক্লাবকে আমি ট্রফি দিতে চাই। আইএসএলের প্লে অফে পৌঁছনোই আমাদের প্রধান লক্ষ্য এখন। প্রথম সাংবাদিক বৈঠকে নিজের লক্ষ্য জানিয়ে দিলেন লিও মেসির একসময়ের সতীর্থ ভিক্টর ভাসকোয়েজ (Victor Vazquez)। সদ্য শহরে পা রেখেছেন ভিক্টর। শহরের জলহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ভিক্টর।
শনিবার আইএসএলে ইস্টবেঙ্গলের (East Bengal) পরবর্তী ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে। সেই ম্যাচে কি নামবেন ভিক্টর? প্রশ্নটা করা হয়েছিল ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। কোচের অপেক্ষায় না থেকে ভিক্টর নিজেই বলতে শুরু করে দেন, ”আমি এখানে কয়েকদিন আগে এসেছি। মানিয়ে নেওয়ার জন্য আমাকে সময় দিতে হবে। খেলবো কি খেলবো না, সেই সিদ্ধান্ত নেবেন কোচ কার্লেস। তবে আমি আমার সেরাটা উজাড় করে দেব। বিশ্বের এই প্রান্তে নতুন করে কেরিয়ার শুরু করতে চলেছি। আমার জীবনে আরও একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। কার্লেসের মুখে ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে অনেক কিছু শুনেছি। দিমাসের সঙ্গেও খেলেছি আমি। ফলে কোচ কার্লেস ও কোচ দিমাস যখন আমাকে বললেন এখানে আসার কথা, তখন আর না বলতে পারিনি।” ভিক্টর ভাসকোয়েজ আরও জানান লাল-হলুদ ব্রিগেড চলতি মরশুমে ভালোই খেলছে। এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি। প্লে অফে পৌঁছনোর সুযোগ এখনও রয়েছে ইস্টবেঙ্গলের। ভিক্টর কি ফুল ফোটাতে পারবেন? তার উত্তর অবশ্য দেবে সময়।
[আরও পড়ুন: ‘পেট ভর্তি হিংসা’, প্রাক্তন পাক তারকার অদ্ভুত অভিযোগের তীব্র সমালোচনায় শামি]
বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমির ছাত্র ভিক্টর ভাসকোয়েজ। তাঁর সময়ে বার্সার মাঝমাঠ শাসন করতেন জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস। খুব কাছ থেকে তিনি দেখেছেন ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহোকে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে গোল রয়েছে ভিক্টরের। মেজর লিগ সকারেও খেলেছেন। মার্কিন মুলুকে খেলার অভিজ্ঞতা থেকে ভিক্টর ভাসকোয়েজ বলছেন, ”এমএলএসে দেখেছি বিদেশি খেলোয়াড়দের থেকে অনেক কিছু শেখে সেখানকার জুনিয়র ফুটবলাররা। আমি আক্রমণাত্মক মিডফিল্ডার। টিমের জন্য আমি খেলি। ক্লাবকে সাহায্য করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। চেষ্টা করব গোল করার। দলকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।”
শনিবার মেসির সতীর্থকে মাঠে দেখার সুযোগ রয়েছে। এদিকে ডার্বি চলাকালীন চোট পাওয়ায় সল ক্রেসপো পুরো সময়ে খেলতে পারেননি। তাঁকে তুলে নিতে হয়। প্রায় একমাসের জন্য ছিটকে গিয়েছেন মাঝমাঠের প্রাণভোমরা সল ক্রেসপো। মাঝমাঠ আগলানোর দায়িত্ব এখন ভিক্টরের।