শুভঙ্কর বসু: বাংলা-সহ কয়েকটি রাজ্যের উপনির্বাচন (West Bengal By-Election) নিয়ে তোড়জোড় দিল্লির নির্বাচন কমিশনে। করোনা মহামারী এবং বন্যা পরিস্থিতিতে কীভাবে উপনির্বাচন করানো যাবে? কী কী সতর্কতা অবলম্বন করা হবে? এসব নিয়ে আলোচনা করতে শুক্রবারই বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। যেহেতু, সময়ের মধ্যে উপনির্বাচন করানোটা কমিশনের দায়িত্বের মধ্যেই পড়ে, তাই শুক্রবারের নির্বাচনেই ভোট করানো নিয়ে ঐকমত্য হওয়ার চেষ্টা করবেন কমিশন কর্তারা।
উপনির্বাচন নিয়ে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছিল কমিশন (Election Commission)। সেই মতো বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত জানিয়েছে। গতকাল বাংলা, অসম (Assam), তামিলনাড়ু-সহ কয়েকটি রাজ্যের মোট ১৭টি আসনের উপনির্বাচন নিয়ে রাজ্যের আধিকারিক এবং রাজ্য নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে আলোচনা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, উপনির্বাচন নিয়ে একেক রাজ্য একেক রকম মতামত দিয়েছে। বাংলা যেখানে জানিয়ে দিয়েছে, এরাজ্যে এখনই ভোট করালে ভাল হয়, সেখানে অসম সরকার জানিয়েছে, তাদের রাজ্যে এখন বন্যা পরিস্থিতি চলছে। আবার তামিলনাড়ু জানিয়েছে সেরাজ্যে এখন উৎসবের মরশুম।
[আরও পড়ুন: পুজোর আগেই উপনির্বাচন চায় রাজ্য, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কমিশনকে চিঠি মুখ্যসচিবের]
শুক্রবারের বৈঠকে সব রাজ্যের এবং বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া মতামত নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে আলোচনা করা হবে বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে। আইসিএমআর-সহ (ICMR) যে সব এজেন্সি মহামারী পরিস্থিতির উপর নজর রাখছে, তাদের কাছেও তথ্য নেওয়া হবে। ভোটমুখী কেন্দ্রগুলিতে টিকাকরণের গতি সম্পর্কেও তথ্য নেবে কমিশন। সবদিক বিবেচনা করেই উপনির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন কর্তারা।
[আরও পড়ুন: WB By-election: পুজোর আগেই ভোট করাতে প্রস্তুত রাজ্য, কমিশনকে জানিয়ে দিলেন আধিকারিকরা]
প্রসঙ্গত, জয়ী বিধায়কদের পদত্যাগ এবং মৃত্যুর কারণে রাজ্যের ৫টি কেন্দ্র এই মুহূর্তে বিধায়ক শূন্য। আর মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে ভোটের আগে প্রার্থীদের মৃত্যুর জন্য বিধানসভা ভোটেরই আয়োজন করা যায়নি। সব মিলিয়ে সাত কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা নভেম্বরের মধ্যে। এর মধ্যে ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর এবং দিনহাটায় উপনির্বাচন হওয়ার কথা। জঙ্গিপুর, সামশেরগঞ্জে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তবে, সবচেয়ে বেশি নজর রয়েছে ভবানীপুর কেন্দ্রে। কারণ ওই কেন্দ্র থেকেই নির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।