shono
Advertisement

লিপস অ্যান্ড বাউন্ডস মামলা: পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, ইডিকে রক্ষাকবচ হাই কোর্টের

ওই সংস্থার কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে 'হেনস্তা' করা হচ্ছে বলেই অভিযোগ।
Posted: 12:52 PM Sep 14, 2023Updated: 05:47 PM Sep 14, 2023

গোবিন্দ রায়: পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার পর ইডিকে মৌখিক রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে ইডি আধিকারিকদের হয়রানি করছে কলকাতা পুলিশ। 

Advertisement

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে ইডি আধিকারিকদের হয়রানি করছে কলকাতা পুলিশ। বারবার চিঠি দিচ্ছে তারা। ইডির অফিসারদের রক্ষাকবচ দেওয়ার আর্জিতে নতুন করে আবেদন করার অনুমতি চায় ইডি। নতুন আবেদন করে মামলা করার অনুমতি দেন বিচারপতি সিনহা।  ওই মামলার শুনানিতেই ইডিকে মৌখিক রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট।

[আরও পড়ুন: ‘INDIA জোট ক্ষমতায় এলে গ্রেপ্তার হবেন শুভেন্দু’, ED দপ্তর থেকে বেরিয়ে হুঁশিয়ারি অভিষেকের]

উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডির তল্লাশি অভিযান চলাকালীন একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করা হয় বলে অভিযোগ। ইডির দাবি, এক তদন্তকারী অফিসার তাঁর ব্যক্তিগত কারণে সেগুলি ডাউনলোড করে। ইতিমধ্যে ওই ১৬টি ফাইল বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। বিতর্কিত ওই ১৬টি ফাইল তলব করে হাই কোর্ট। ফাইল ডাউনলোড নিয়ে ইডি অফিসারের কাণ্ডে স্তম্ভিত হয়ে যান বিচারপতি। বিতর্কিত ওই ১৬টি ফাইল এখনই অন্য কোনও তদন্তে ব্যবহার করা ঠিক হবে না বলেই জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই ফাইলগুলি নিয়ে কলকাতা পুলিশ ইডিকে হয়রানি করছে বলেই অভিযোগ।

[আরও পড়ুন: ডেঙ্গুর মারণ ছোবলে হারালেন আদরের বোনকে, শোকে বিধ্বস্ত অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement