অর্ণব আইচ ও বিধান নস্কর: রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার শংকর আঢ্য ঘনিষ্ঠ আরও এক ব্যবসায়ী। চব্বিশ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছিল ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়িতে। বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করে ইডি।
রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার সকাল থেকে ফের ‘অ্যাকশন মোডে’ ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। সল্টলেক, বাগুইআটি, কৈখালি, নিউ আলিপুর-সহ কলকাতার একাধিক জায়গায় দলে দলে ভাগ হয়ে ফ্ল্যাট, বাড়ি, অফিসে তল্লাশি চালানো হয়। তালিকায় ছিলেন শংকর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। তাঁর সল্টলেকের বাড়িতে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চলে। জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের সদস্যদেরও। বাড়ির সামনে থাকা গাড়িতেও তল্লাশি চলে। ম্যারাথন তল্লাশির শেষে বুধবার সকালে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বজিৎ দাসকে।
[আরও পড়ুন: বিলকিস মামলায় সরকারকে ‘কুমন্তব্য’! সুপ্রিম রায়ের বিরোধিতায় শীর্ষ আদালতেই গুজরাট]
জানা গিয়েছে, আমদানি ও রপ্তানির ব্যবসা রয়েছে বিশ্বজিৎ দাসের। রেশন দুর্নীতির টাকাও তাঁর মাধ্যমেই বিদেশে পাচার হয়েছে বলে ইডি সূত্রে খবর। বিশ্বজিৎকে জেরা দুর্নীতির আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা। আজই ধৃতকে তোলা হবে আদালতে।